বাংলাদেশের প্রযুক্তি খাতে একটি শক্ত অবস্থান গড়ে তুলতে চায় ওয়ার্ডপ্রেস ও এআই সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান রক্সনর। এ জন্য সম্প্রতি ঢাকার শেওড়াপাড়ায় তাদের নতুন হেড অফিস চালু করা হয়েছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রক্সনর জানিয়েছে, আরও উন্নত সফটওয়্যার তৈরি ও সার্ভিস দেওয়ার জন্য এবার তারা ঢাকায় অফিস চালু করল। দক্ষ তরুণদের নিয়ে বিশ্বমানের স্যাস (সফটওয়্যার এজ এ সার্ভিস) এবং এআই টুল তৈরি করাই তাদের মূল লক্ষ্য।
আগে রক্সনর ‘এক্সপিডস্টুডিও’ নামে পরিচিত ছিল। এখন নতুন পরিচয় ও ব্র্যান্ডিং নিয়ে আসছে রক্সনর।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এক্সপিডস্টুডিও, ডব্লিউপিমেট এবং গেইটজিনি- এই তিনটি ব্র্যান্ড এখন একসাথে ওয়ার্ডপ্রেস প্লাগইন, স্যাস (সফটওয়্যার এজ এ সার্ভিস) পণ্য এবং এআই সল্যুশন নিয়ে কাজ করবে।
রক্সনরের প্রতিষ্ঠাতা ও সিইও আতাউর রহমান বলেন, এই অফিস দিয়ে আরও বড় পরিসরে কাজ শুরু হলো। এখান থেকে আন্তর্জাতিক মানের সফটওয়্যার তৈরি ও দক্ষ মানুষদের জন্য নতুন সুযোগ তৈরি করে দেশের প্রযুক্তিকে এগিয়ে নেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ওলিও, স্টারটাইজ ও ডব্লিউপি ডেভেলপারসহ বিভিন্ন সফটওয়্যার কোম্পানির প্রতিষ্ঠাতা ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বর্তমানে রক্সনরের সফটওয়্যার ব্যবহার করছেন বিশ্বের ৩০ লাখের বেশি ওয়ার্ডপ্রেস ব্যবহারকারী। ঢাকার নতুন এই সদর দপ্তর থেকে ভবিষ্যতে আরও উন্নত সফটওয়্যার তৈরি ও সার্ভিস দেওয়ার কাজ হবে বলে জানানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।