বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: প্রতিবেশী দেশ ভারতের বাজারে অনেকগুলি মোটরসাইকেল বিক্রি করে রয়্যাল এনফিল্ড। কিন্তু এর মধ্যে এমন কিছু মডেল রয়েছে যা দেখলে চোখের পাতা ফেলতে পারে না পুরুষ থেকে মহিলা। পাশ দিয়ে গেলে মন বলে আরেকবার তাকাই। ভারতে অনেক বছর ধরেই এই সংস্থার বাইক বিক্রি হচ্ছে। ভারতীয়দের পছন্দ-অপছন্দ নিয়ে ভালো মতই জানে রয়্যাল এনফিল্ড।
এসব ছাড়াও রয়্যাল এনফিল্ডের জনপ্রিয়তার আরও একটি কারণ হল সংস্থার মোটরসাইকেলগুলির ডিজাইন। পুরনো রেট্রো স্টাইলের সঙ্গে মডার্ন ডিজাইনের নিখুঁত মিশ্রণ ১০ জনের মধ্যে ৯ জন গ্রাহককে আকর্ষিত করে। যার দরুন বিশ্বজুড়ে এত জনপ্রিয় রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল।
রয়্যাল এনফিল্ডের প্রত্যেকটি মোটরসাইকেলই আলাদা আলাদা ধরণের। কোনোটা অফ-রোডিংয়ের জন্য তো কোনোটা সিটি রাইডিং। স্ক্র্যাম্বলার থেকে ত্রুজার দুই ধরণের মোটরসাইকেলই বিক্রি করে সংস্থা। তবে তার মধ্যে থেকে এই তিন বাইক সবচেয়ে বেশি আকর্ষণ করে গ্রাহকদের। একনজরে দেখে নিন সেই তিন মডেল।
রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350
নামেও ক্লাসিক পারফরম্যান্সেও ক্লাসিক মোটরসাইকেল এই মডেল। রয়েছে 349 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, বাইকের ফুয়েল ক্যাপাসিটি 13 লিটার এবং মাইলেজ দেয় 41.55 কিলোমিটার। টুইন ডাউনটিউব চেসিস বাইকের ফ্রেম আরও মজবুত করে। দুর্দান্ত ব্রেকিংয়ের জন্য রয়েছে ডিস্ক ব্রেক সঙ্গে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS)।
রয়্যাল এনফিল্ড ক্লাসিক বাইকের সিট হাইট 805 মিলিমিটার এবং হুইলবেস 1390 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে 170 মিলিমিটার। বাইকের কার্ব ওয়েট 195 কেজি। লাইটিংয়ের ক্ষেত্রে হ্যালোজেন হেডলাইট ও টেললাইট রয়েছে। এ বাইক 3 ধরণের রঙে বাড়ি আনতে পারবেন – ক্রোম রেড, ক্রোম ব্রোঞ্জ এবং গানমেন্টাল গ্রে।
বাইকের দাম ভারতীয় মুদ্রায় 2 লাখ 21 হাজার 297 টাকা (এক্স-শোরুম)।
রয়্যাল এনফিল্ড কন্টিনেন্টাল 650
350 সিসি থেকে এবার চলে আসুন 650 সিসিতে। এই রেঞ্জে শুধু সংস্থার নয় গোটা ভারতের মধ্যে জনপ্রিয় রয়্যাল এনফিল্ড কন্টিনেন্টাল 650। এই বাইকে রয়েছে সংস্থার লেজেন্ডারি টুইন সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ 47 হর্সপাওয়ার শক্তি তৈরি করতে পারে। শহরের পাশাপাশি লং ট্রিপে অনায়াসে বেরিয়ে পড়তে পারেন এই বাইকে করে।
রয়্যাল এনফিল্ড কন্টিনেন্টালে রয়েছে চাবুক ব্রেকিং বৈশিষ্ট্য। ডিস্ক ব্রেকের সঙ্গে এতে রয়েছে অ্যান্টি লকিং ব্রেকিং সিস্টেম। মেটাল বডির দাপুটে মোটরসাইকেল রয়্যাল এনফিল্ড কন্টিনেন্টাল, এতে পাবেন USB পোর্ট এবং LED হেডল্যাম্প। রঙের ক্ষেত্রে বিকল্প রয়েছে স্লিপস্ট্রিম ব্লু, অ্যাপেক্স গ্রে এবং ডাক্স ডিলাক্স।
বাজারে রয়্যাল এনফিল্ড কন্টিনেন্টাল 650 এর দাম শুরু ভারতীয় মুদ্রায় 3 লাখ 39 হাজার টাকা থেকে (এক্স-শোরুম)
রয়্যাল এনফিল্ড হান্টার 350
650 সিসি থেকে আবার নেমে যাওয়া যাক 350 সিসিতে। যদিও এই সেগমেন্টে একাধিক দারুণ মোটরসাইকেল রয়েছে যেমন বুলেট এবং মিটিওর। কিন্তু সেসব ছেড়ে হান্টারের কথা কেন বলছি? আসলে ভারতে বাইকটির বিক্রি পরিসংখ্যানই বলে দিচ্ছে কেন এটি এত জনপ্রিয় হয়ে উঠেছে ক্রেতাদের মাঝে।
সংক্ষিপ্ত হুইলবেস, শক্ত ফ্রেম এবং রেট্রো-মেট্রো অ্যাসথেটিক লুক রয়েছে এই বাইকের। মাইলেজ দেয় প্রায় 36 কিলোমিটার, ফুয়েল ক্যাপাসিটি 13 লিটার। রয়েছে ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমও। ফিচার্সের ক্ষেত্রে মিলবে ডিজিটাল কনসোল, USB চার্জিং পোর্ট এবং LED টেললাইট।
রঙের ক্ষেত্রে মেট্রো ভেরিয়েন্টে মিলবে – ড্যাপার হোয়াইট, ড্যাপার অ্যাশ, ড্যাপার গ্রে, রেবেল ব্যাক, রেবেল ব্লু এবং রেবেল রেড। অন্যদিকে রেট্রো ভেরিয়েন্টে থাকছে – ফ্যাক্টরি ব্ল্যাক এবং ফ্যাক্টরি সিলভার।
রয়াল এনফিল্ড হান্টার 350 এর দাম শুরু ভারতীয় মুদ্রায় 1.50 লাখ টাকা থেকে (এক্স-শোরুম)।
বিমানের আকৃতির গ্রহাণু ছুটে আসছে পৃথিবীর দিকে! সতর্ক করল নাসা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।