বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : তরুণদের কাছে জনপ্রিয় ব্র্যান্ড রয়েল এনফিল্ড। এতদিন ‘ক্ল্যাসিক’ ছিল টপ মডেল। দ্রুত সেই জায়গা নিচ্ছে ‘হান্টার ৩৫০’। লঞ্চের পর থেকেই বাইকপ্রেমীদের মধ্যে হুড়াহুড়ি পড়ে গিয়েছে। শো-রুমের বাইরে লম্বা লাইন। সব রেকর্ড ইতিমধ্যেই ভেঙে খানখান।
খবর অনুযায়ী, এখনও পর্যন্ত রয়েল এনফিল্ডের হান্টার ৩৫০ কিনেছেন ৫ লাখেরও বেশি গ্রাহক। বাইকপ্রেমীদের মুখে চওড়া হাসি। এই মডেল নিয়ে চর্চাও চলছে বিস্তর। কী এমন রয়েছে এই বাইকে যার জন্য এমন হুড়াহুড়ি?
দাম: হান্টার ৩৫০-এর দাম শুরু হচ্ছে ১.৫০ লাখ টাকা রুপি থেকে। রয়েল এনফিল্ডের অন্যান্য মডেলের তুলনায় বেশ কম। যারা প্রথমবার রয়েল এনফিল্ড কিনতে চান, তাদের কথা মাথায় রেখেই এর ডিজাইন করা হয়েছে।
ডিজাইন: রেট্রো লুকই হান্টার ৩৫০-এর ইউএসপি। স্টাইলিশ ট্যাঙ্ক ডিজাইন, এলইডি লাইটস এবং কমপ্যাক্ট ফ্রেম, শহুরে বাজারের জন্য আদর্শ। আপাতত ডুয়াল টোন কালার অপশনে বাজারে পাওয়া যাচ্ছে।
পারফরম্যান্স: এতে রয়েছে ৩৪০ সিসির সিঙ্গেল-সিলিন্ডার, ৪ স্ট্রোক, এয়ার-অয়েল কুল্ড জে সিরিজ ইঞ্জিন। যা ২০.২ বিএইচপি শক্তি ও ২৭ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে দেওয়া হয়েছে ৫ স্পিড গিয়ারবক্স। চালকরা পাচ্ছেন স্মুথ ও পাওয়ারফুল রাইডিং অভিজ্ঞতা। টপ স্পিড ১১৪ কিমি প্রতি ঘণ্টা।
মাইলেজ: লিটার প্রতি ৩৫ থেকে ৪০ কিলোমিটার মাইলেজ দিচ্ছে হান্টার ৩৫০। রয়েল এনফিল্ডের অন্যান্য মডেলের সঙ্গে তুলনা করলে সামান্য বেশিই বলা যায়। শহুরে রাস্তা তো বটেই, হাইওয়ের জন্যও উপযুক্ত। ফুয়েল ট্যাংকের ধারণক্ষমতা 13 লিটার। বাইকপ্রেমীরা খুশি।
ওজন: হান্টার ৩৫০-এর ওজন ১৮১ কেজি। অন্যান্য রয়েল এনফিল্ডের বাইকের তুলনায় কম। হালকা বললেও অত্যুক্তি হবে না। ভিড়ের মধ্যে সহজে সামলানো যায়। সিট পজিশন এবং রাইডিং পজিশনও আরামদায়ক। দীর্ঘপথের জন্যও উপযুক্ত।
ভেরিয়েন্ট ও দাম: এতে ১৭ ইঞ্চি স্পোক ও অ্যালয় হুইলস দেওয়া হয়েছে। আপাতত পাওয়া যাচ্ছে ৩টি ভেরিয়েন্টে। রেট্রো ফ্যাক্টরির দাম ১.৫০ লাখ রুপি, মেট্রো ড্যাপার দাম ১.৬৪ লাখ রুপি এবং মেট্রো রিবেলের দাম ১.৬৯ লাখ রুপি।
কোন কোন দেশে পাওয়া যাচ্ছে রয়েল এনফিল্ড বাইক?
রয়েল এনফিল্ডের ‘হান্টার ৩৫০’ ভারত ও বাংলাদেশের পাশাপাশি আরও অনেক দেশে বিক্রি হয়। এই বাইক পাওয়া যায় জাপান, কোরিয়া, থাইল্যান্ড, ইতালি, যুক্তরাজ্য, কলম্বিয়া, আর্জেন্টিনা, মেক্সিকো, অস্ট্রেলিয়া, ব্রাজিল এবং নিউজিল্যান্ডে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।