বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এই প্রথম ৭৫০ সিসির মোটরসাইকেল আনার ঘোষণা দিল রয়েল এনফিল্ড। এই বাইক শিগগিরই ভারতের বাজারে পাওয়া যাবে। এখন ৬৫০ সিসির বাইক বিক্রি করে প্রতিষ্ঠানটি। ৭৫০ সিসির এই বাইকের কোডনেম ‘R2G’। তবে বাজারে এটি ‘ববার’ নামেও আসতে পারে।
প্রশ্ন হচ্ছে কবে আসবে এই বাইক? যেকোনো নতুন বাইক আনার আগে বেশ কিছুটা সময় নেয় রয়েল এনফিল্ড। যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার পর ২০২৫ সালে রাস্তায় নামতে পারে ৭৫০ সিসির ববার। ভারত, উত্তর আমেরিকা, ইউরোপ, যুক্তরাজ্য এই বাজারগুলোতে বিক্রি করা হতে পারে এই নয়া মডেল। এটি কোম্পানির সবচেয়ে বড় মোটরসাইকেল হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।
ভারত তথ্য বিশ্ব বাজারে রয়েল এনফিল্ড বাইকের বেশ সুনাম রয়েছে। কোম্পানির সবথেকে জনপ্রিয় বাইকগুলোর মধ্যে রয়েছে রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টার, কন্টিনেন্টাল জিটি, বুলেট, ক্লাসিক ইত্যাদি। তবে এই সমস্ত মোটরবাইকই ৩৫০ সিসি কিংবা ৬৫০ সিসির। এবারই আসছে ৭৫০ সিসির বাইক।
রয়েল এনফিল্ডের ৭৫০ সিসির বাইকে থাকবে টুইন সিলিন্ডার ইঞ্জিন। ৬৫০ সিসির বাইকগুলোর থেকে কিছুটা বেশি হর্সপাওয়ার এবং টর্ক তৈরি করবে। এই ধরনের বাইকের জন্য বড় বাজার রয়েছে উত্তর আমেরিকা এবং ইউরোপ।
এই বাজার যাতে হাতছাড়া না হয় তার জন্য যত দ্রুত সম্ভব ৭৫০ সিসির ববার আনতে চাইছে রয়েল এনফিল্ড। এখন দেখার বিষয় মেকানিক্যাল পরিবর্তনের পাশাপাশি স্টাইলিং ও ডিজাইনের দিক দিয়ে কোনও পরিবর্তন করে কিনা প্রতিষ্ঠানটি।
এই মুহূর্তে ভারতে নতুন ৪৫০ সিসি হিমালয়ান এবং ৩৫০ সিসি বুলেট অথবা নতুন এক রোডস্টার বাইক লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। চলতি বছর এবং ২০২৫ সালে হাফ ডজন নতুন মোটরসাইকেল লঞ্চ করতে পারে রয়্যাল এনফিল্ড।
রয়েল এনফিল্ডের ৬৫০ সিসি বাইক কন্টিনেন্টাল এবং ইন্টারসেপ্টার যাদের খুব প্রিয় তাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে ৭৫০ সিসির নতুন মোটরবাইক। এদিকে রয়েল এনফিল্ড সম্প্রতি ঘোষণা দিয়েছে ইলেকট্রিক বাইক বাজারে আনার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।