বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রয়েল এনফিল্ডের জনপ্রিয় মডেল বুলেট। ভারতের এই মোটরসাইকেলের কাটতি ভালো। এই মডেলের আপডেটেড ভার্সন বাজারে আনার পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি।
এই মুহূর্তে ভারতে বিক্রি হওয়া সংস্থার সবথেকে বেশি বাইকগুলির মধ্যে অন্যতম বুলেট। যদিও এই দুই চাকাকে বিক্রির নিরিখে পিছনে ফেলেছে হান্টার এবং ক্লাসিক। তবে বুলেটের দাপট গ্রাম থেকে শহর সর্বত্র তা অস্বীকার করা যায় না। নতুন বুলেটের কোডনেম রাখা হয়েছে জে১বি (J1B)।
এই বাইকেও ৩৫০ সিসি ইঞ্জিন থাকবে নতুন মেকানিক্যাল বৈশিষ্ট্যসহ। থাকবে নতুন চেসিস এবং চওড়া টায়ার। সবমিলিয়ে বহু মানুষের প্রিয় বাইকের জেনারেশন অবশেষে বদলাতে চলেছে। রয়েল এনফিল্ড বাইক তার পরিচয় গড়ে তুলেছে আকর্ষণীয় ফুয়েল ট্যাংক এবং পারফরম্যান্সের জন্য।
এই বাইকে আরও ভালো স্টপিং পাওয়ার দিতে উন্নত ব্রেক যোগ হতে পারে। পাশাপাশি আধুনিকতা যোগ করার জন্য দেখা যেতে পারে ব্লুটুথ কানেক্টিভিটি। যত দিন যাবে ততই নতুন বুলেট সংক্রান্ত ফিচার্স খোলসা হবে এবং সেই তথ্য আমরা আপনাদের জানাতে পারব।
নতুন ভার্সন এখনকার বুলেটের চেয়ে কিছুটা দামি হবে। কমছে কম ১২ হাজার রুপি বাড়বে এই বাইকের দাম। ২০২৩ সালের শেষ নাগাদ অথবা ২০২৪ সালের প্রথমার্ধেই লঞ্চ হতে পারে নতুন বুলেট।
শুধু ৩৫০ সিসির বাইক নয় আগামী দিনে একাধিক ৪৪০ সিসি, ৬৫০ সিসির বাইক আনতে চলেছে রয়েল এনফিল্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।