বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতের জনগণের মধ্যে বরাবরই জনপ্রিয় Royal Enfield Bullet 350, সেই কারণে এর ক্রেতার সংখ্যাও প্রচুর। তরুণ প্রজন্ম থেকে শুরু করে প্রবীণ প্রজন্ম সবার মধ্যে এই বাইকের চাহিদা সব সময় বেশি।
ভারতের দুই-চাকার মার্কেটে দীর্ঘদিন ধরে রাজত্ব করে আসছে রয়্যাল এনফিল্ড এর এই বাইকটি। কিন্তু সময়ের সাথে সাথে এই মোটরসাইকেলের ডিজাইনে এসেছে কিছু পরিবর্তন। তবে বাইকের ডিজাইন এখনো কিছুটা হল আগের মতই রয়েছে। হয়তো সেই কারণেই এই বাইকের প্রতি মানুষের টান এবং ভালোবাসা এখনো আগের মতই রয়ে গেছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে রয়্যাল এনফিল্ড এর পুরনো একটি বিল, জানেন কি ৩৭ বছর আগে এর দাম কত হতে পারে?
যুগের সাথে তাল মিলিয়ে রয়্যাল এনফিল্ড তাদের বাইকের ফিচার ক্রমাগত আপডেট করতে থাকে। সেই কারণে মানুষের মধ্যে এত বছর বাদেও বজায় আছে এই বাইকের প্রতি ভালোবাসা। বর্তমানে রয়্যাল এনফিল্ড আগের থেকে অনেক বেশি উন্নত হয়ে গেছে। এমনকি গ্রাহকদের কাছে আকর্ষণীয় করার জন্য এর বাহ্যিক সৌন্দর্য চোখে লাগার মতো। কিন্তু অতীতের তুলনায় এই বাইকের দাম এখন অনেকটাই বেশি। এই বাইকের কত দাম ছিল আগে? ভাইরাল হওয়া বিলে কি ধরা পড়েছে?
বর্তমান বাজারে Royal Enfield Bullet 350-এর দাম প্রায় ১,৫০,৭৯৫ টাকা থেকে শুরু করে ১,৬৫,৭১৫ টাকা (এক্স-শোরুম)। কিন্তু আসলে এর অন-রোড মূল্য প্রায় ১.৮ লক্ষ টাকা। ৩৭ বছর আগেকার রয়্যাল এনফিল্ড এর দাম শুনলে অবাক না হয়ে পারবেন না। ১৯৮৬ সালে বুলেটের দাম ছিল মাত্র ১৮,৭০০ টাকা(অন রোড)! এমনটাই জানা গেছে পুরনো সেই বিল (Viral Bill of Bullet) থেকে।
Royal Enfield Bullet 350cc Priced At Rs 18,700: Bill From 1986 Goes Viral https://t.co/kXLCitTQFU pic.twitter.com/R2rwy1yGUL
— NDTV News feed (@ndtvfeed) January 1, 2023
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ১৯৮৬ সালে কেনা একটি Royal Enfield Bullet 350-এর বিল, যা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে বাইক প্রেমীদের মধ্যে। বাইকের দাম স্বাভাবিকভাবেই সবাইকে আশ্চর্য করেছে। বিলে বাইকটির অন-রোড মূল্য ছিল মাত্র ১৮,৭০০ টাকা। ভাইরাল হওয়া বিলটি ছিল ৩৭ বছরের পুরনো অর্থাৎ ১৯৮৬ সালের। বুলেট 350 স্ট্যান্ডার্ড মডেলের ভাইরাল বিলটি সন্দীপ অটো-র, এটি অবস্থিত ঝাড়খণ্ডে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, রয়্যাল এনফিল্ড বুলেটকে ১৯৮৬ সালে বলা হতো এনফিল্ড বুলেট। ভারতের জনগণ সবসময় এটিকে একটি নির্ভরযোগ্য মোটরসাইকেল হিসেবে জেনে এসেছে। ভাইরাল হওয়া বিলে যে বাইকের কথা উল্লেখ আছে সেটি হলো রয়্যাল এনফিল্ডের পোর্টফোলিওর সবচেয়ে পুরনো বাইক।
বুলেট বর্তমানে দুটি ভেরিয়েন্টে আসে – বুলেট 350 এবং বুলেট 350 ES। সম্প্রতি মার্কেটে যে বুলেট পাওয়া যায় 350 এর কার্ব ওয়েট যার ওজন হলো ১৯১ কেজি পর্যন্ত। আপনি মার্কেটে এটার ৬টি রঙের বিকল্প পাবেন। সংস্থা দাবি করে যে, এই বাইক প্রায় ৩৭ kmpl মাইলেজ দিতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।