বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দীর্ঘ এক বছর পর আজ দেশের বাজারে উন্মুক্ত হয়েছে প্রাচীনতম ব্রিটিশ টু-হুইলার ব্র্যান্ড ‘রয়্যাল এনফিল্ড’-এর ৩৫০ সিসির মোটরসাইকেল।
রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের স্থানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইফাদ মোটরস জানিয়েছে, বাইকটি উৎপাদনের জন্য কুমিল্লার চৌদ্দগ্রামে নিজস্ব ব্যবস্থাপনায় একটি সর্বাধুনিক উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয়েছে; যা বিশ্বমানের মোটরসাইকেল উৎপাদন করতে সক্ষম।
লোকাল ট্রেনে আবারও লজ্জার সীমা অতিক্রম করে ড্যান্স করলেন এই যুবতী
জানা গেছে, বিশ্ববাজারে রয়্যাল এনফিল্ডের চারিটি মডেল আছে। বাংলাদেশি টাকায় রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ সিসির দাম পড়বে ৩ লাখ ৪০ হাজার টাকা। রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ সিসির দাম পড়বে ৪ লাখ ৫ হাজার টাকা। রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ সিসির দাম পড়বে পড়বে ৪ লাখ ১০ হাজার টাকা। রয়্যাল এনফিল্ড মিটিওর ৩৫০-এর দাম পড়বে ৪ লাখ ৩৫ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।