বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : Royal Enfield বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান গত বছর ইলেকট্রিক বাইক বাজারে আনার ঘোষণা দেয়। তখন এই বাইক নিয়ে শোরগোল শুরু হয়। অনেকেই কেনার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু কোম্পানির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, এখনই বিক্রি করা হবে না। এজন্য খানিকটা সময় অপেক্ষা করতে হবে। নতুন খবর হচ্ছে, আসন্ন অটো এক্সপো ২০২৫-এর মঞ্চকে ব্যাপকভাবে কাজে লাগাতে মরিয়া রয়েল এনফিল্ড। এই অটো মোবাইল শোতে কোম্পানি তাদের ইলেকট্রিক বাইক প্রদর্শন করবে।
Royal Enfield – এর প্রথম বৈদ্যুতিক বাইকের নাম ফ্লাইং ফ্লিয়া সি৬। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত ফ্লাইং ফ্লিয়া বাইকগুলোর প্রতি শ্রদ্ধা জানায়। বাইকটির ডিজাইনে একটি রোডস্টার প্রভাব রয়েছে, যেখানে গোলাকার এলইডি হেডলাইট এবং রেট্রো লুক নজর কাড়ে। এর ব্যাটারি প্যাকের উপর কুলিং ফিনস দেওয়া হয়েছে, যা পুরনো ইঞ্জিনের পিস্টনের মতো দেখতে।
Royal Enfield বাইকটিতে গার্ডার ফর্ক এবং মনোশক সাসপেনশন রয়েছে, যা এর রেট্রো লুককে আরও বাস্তবসম্মত করে তোলে। এছাড়া ৫ ইঞ্চির রাউন্ড টিএফটি কনসোল, লিন-সেনসিটিভ এবিএস এবং ক্রুজ কন্ট্রোলের মতো বৈশিষ্ট্য এই বাইকটিকে আরও আধুনিক করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।