রয়েল এনফিল্ডের সবচেয়ে দামি মোটরসাইকেল কোনটি?

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রয়েল এনফিল্ডের যতগুলো দামি মোটরসাইকেল রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সুপার মিটিয়র ৬৫০ মডেল। যা কয়েক বছর ধরে ভারতের বাজারে রাজত্ব করছে। এই বাইকে রয়েছে ৬৫০ সিসির শক্তিশালী ইঞ্জিন।

এই বাইকটি দেখতে অনেকটা মিটিয়র ৩৫০ মডেলের সঙ্গে মিল রয়েছে। এমনকি সিট ও ইন্সট্রুমেন্ট ক্লাস্টারও অনেকটাই একই দেখতে। যদিও এই বাইকের ডিজাইন মিটিয়র ৩৫০ এর হেডল্যাম্প, ডিআরএল ডিজাইনের থেকে অনেকটাই আলাদা দেখায়। পেছনের টেল-ল্যাম্প ৬৫০ সংস্করণটিও এই বাইকে আলাদা দেওয়া হয়েছে। এটাও ছাড়াও এতে আরও একটি ভিন্নতা রয়েছে। সেটি হচ্ছে এই বাইকে পাবেন আপ সাইড ডাউন বা ইউএসডি ফর্ক।

সুপার মিটিয়র ৬৫০ মডেল রয়েল এনফিল্ডের রেঞ্জের মধ্যে থাকা অন্যান্য ৬৫০ সিসির ইঞ্জিনের মতোই হবে। একই বিএইচপি পাওয়ার ও পারফরম্যান্সও পাওয়া যাবে এই নতুন বাইকে।

রয়েল এনফিল্ডের সবচেয়ে প্রিমিয়াম ও সবচেয়ে ব্যয়বহুল এটি। যার দাম ভারতে প্রায় চার লাখ রুপি।