বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ভারতের বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান রয়েল এনফিল্ড নতুন মোটরসাইকেল আনল। মডেল মেটিওর ৩৫০ অরোরা।
রয়েল এনফিল্ডের ৩৫০ সিসির এই মোটরসাইকেলে যোগ হয়েছে নতুন গ্রাফিক্স, স্পোক হুইল এবং টিউব টায়ার।
ক্রুজার বাইকের তালিকায় অনেকেরই পছন্দের মোটরসাইকেল ৩৫০ সিসির মিটিওর। তারই এবার নতুন রূপ নিয়ে এল রয়ে এনফিল্ড।
এই মোটরবাইকের আরও একটি ভেরিয়েন্ট রয়েছে, যা সুপারনোভা ভেরিয়েন্ট। রয়েল এনফিল্ড এই বাইকে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। যার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য নতুন স্পোক হুইল এবং টিউব টায়ার।ে
এই মডেলের দাম রাখা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৯০০ রুপি। স্টেলার এবং সুপারনোভা ভেরিয়েন্টের মাঝামাঝি দাম রাখা হয়েছে বাইকের। চলতি মাস থেকেই এই মোটরসাইকেল কিনতে পারবেন গ্রাহকেরা।
মিটিওর ৩৫০ অরোরা এডিশনে মিলবে নতুন স্পোক হুইল এবং টিউব টায়ার। অন্যান্য মডেলগুলোতে রয়েছে অ্যালয় হুইল এবং টিউবলেস রাবার। বাইকের ইঞ্জিন কেস, এক্সহস্ট সিস্টেমে ক্রোম ফিনিশ দিয়েছে এনফিল্ড। বাইকের সামগ্রিক রেট্রো লুকিং দেওয়া জন্য ডিজাইনে এই পরিবর্তন করেছে রয়্যাল এনফিল্ড।
এছাড়াও মোটরসাইকেলে মিলবে ট্রিপার নেভিগেসন, সুপার মিটিওর ৬৫০ এর এলইডি হেডল্যাম্প, অ্যালমুনিয়াম সুইচ, পিলিওন ব্যাকরেস্ট ইত্যাদি। এই বাইকে মোট তিনটি রেট্রো স্টাইল কালার পাবেন – গ্রিন, ব্লু এবং ব্ল্যাক।
মিটিওর ৩৫০ অরোরা এডিশনে মিলবে ৩৪ সিসির ফুয়েল ইনজেকটেড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ ২০.২ হর্সপাওয়ার এবং ২৭ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে রয়েছে ৫ স্পিড গিয়ারবক্স।
মোটরবাইকের সামনে রয়েছে টেলিস্কপিক ফর্ক এবং পিছনে ডুয়াল স্প্রিং সাসপেনশন। দুই চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক সঙ্গে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। বাইকের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ১৫ লিটার এবং ওজন ১৯১ কেজি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।