বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অবশেষে বাজারে এলো রয়েল এনফিল্ড হিমালয়ান ৪৫০ মডেল। এই বাইকটি নিয়ে বহুদিন ধরে বাইকপ্রেমীদের মধ্যে জল্পনা-কল্পনা চলছিল।
ভ্রমণ পিপাসুদের প্রিয় মোটরসাইকেল হিমালয়ানের নবজন্ম দিল রয়েল এনফিল্ড। যদিও এই বাইক যেমন সুখবর নিয়ে এসেছে বাইক-প্রেমীদের জন্য তেমনই একটি দুসংবাদও থাকছে।
নতুন হিমালয়ান ৪৫০ লঞ্চ হওয়ার ফলে পুরনো হিমালয়ানের বিক্রি বন্ধ করতে পারে সংস্থা। ২০১৬ সালে এই হিমালয়ান ৪১১ লঞ্চ হয়। সেই বাইকের বিক্রি চলতি মাসেই বন্ধ করতে চলেছে সংস্থা।
নতুন যে রয়েল এনফিল্ড হিমালয়ান আনা হয়েছে তার অফিশিয়াল ও দাম প্রকাশ করা হবে ২৪ নভেম্বর। এই মোটরসাইকেলে থাকছে বেশ কিছু নতুন ফিচার্স এবং স্পেসিফিকেশন।
এই অ্যাডভেঞ্চার টুরার মোটরসাইকেলে রয়েছে শেরপা ৪৫০ মোটর অর্থাৎ ৪৫০ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন যা সর্বোচ্চ ৪০ হর্সপাওয়ার এবং ৪০ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে পাবেন ৬ স্পিড গিয়ারবক্স ও স্লিপ অ্যাসিস্ট ক্লাচ।
এই প্রথম লিকুইড কুলড ইঞ্জিনের মোটরসাইকেল আনল রয়েল এনফিল্ড। স্পেসিফিকেশনের ক্ষেত্রে রয়েছে এলইডি লাইটিং, ৪ ইঞ্চি টিএফটি কনসোল যেখানে গুগল ম্যাপস নেভিগেশন স্মার্টফোন কানেক্টিভিটি, মিডিয়া কন্ট্রোল, কল/এসএমএস অ্যালার্ট ইত্যাদি সুবিধা পায়া যাবে।
যেকোনো লং ট্যুরে যাওয়ার আগে বাইকের হার্ডওয়্যার বড় ভূমিকা রাখে। সেক্ষেত্রে মজবুত বিকল্প রাখতে বাইকের ৪৩ মিলিমিটার আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক এবং অফসেট মনোশক সাসপেনশন রয়েছে। দুই চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক সঙ্গে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।
বাইকের সামনে রয়েছে ২১ ইঞ্চি এবং পেছনে ১৭ ইঞ্চি টায়ার। এই বাইকের ওজন আগের হিমালয়ানের থেকে কম বলে দাবি করেছে সংস্থা। নতুন বাইকের দাম ১৯৬ কেজি। সিটের উচ্চতা রয়েছে ৮২৫ মিলিমিটার। তবে ৮০৫ মিলিমিটার সিটেরও একটি বিকল্প থাকবে রাইডারদের কাছে যা ৮৪৫ মিলিমিটার পর্যন্ত বাড়ানো যাবে।
বাইকের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ১৭ লিটার। বাইকটির সম্ভাব্য দাম ভারতে আড়াই লাখ রুপি থেকে তিন লাখ রুপির মধ্যে হবে।
এই বাইক পাওয়া যাবে তিনটি ভেরিয়েন্টে – বেস, পাস এবং সামিট। মিলবে পাঁচটি রঙের বিকল্প – কাজা ব্রাউন, স্লেট হিমালয়ান সল্ট, স্লেট পপি ব্লু হ্যানেল ব্ল্যাক এবং ক্যামেট হোয়াইট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।