রয়্যাল এনফিল্ড হিমালয়ানের দাম ও স্পেসিফিকেশন
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এক বাইক কিনতে গিয়ে আরেক বাইক কিনে নিয়ে আসার ঘটনা বেশ বিরল। চট করে এমন শোনা যায় না। কারণ একটা বাইকের পিছনে অনেকদিনের প্ল্যানিং এবং খরচ জড়িয়ে থাকে। তা এড়িয়ে অন্য বাইক কিনে নিয়ে আসার ঘটনা খুব একটা শোনা যায় না। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তি ট্রায়াম্ফ’র বাইক কিনতে গিয়ে বাড়ি আনেন রয়্যাল এনফিল্ড হিমালয়ান।
প্ল্যানিং, রিসার্চ করে শোরুমে গেলেন নতুন বাইক কিনতে। টাকাও রেডি। কিন্তু, গিয়ে অন্য একটি বাইক দেখে হঠাত মত বদলে গেল। যে বাইক কিনতে গেছিলেন তার বদলে অন্য একটি মোটরসাইকেল বাড়ি নিয়ে চলে এলেন। সম্প্রতি এমনই এক কাণ্ড ঘটিয়েছেন এক গ্রাহক।
সংবাদ মাধ্যম টিম বিএইচপিয়ানের রিপোর্ট অনুযায়ী, এক গ্রাহক কিনতে গিয়েছিলেন Triumph Scrambler 400X। বাইকের দাম মেটাতে পকেটে টাকাও নিয়ে গেছিলেন। কিন্তু, হঠাত অন্য একজনকে রয়্যাল এনফিল্ড হিমালয়ানের সঙ্গে দেখেন। তারপরই ইচ্ছা বদলে যায় তাঁর।
ট্রায়াম্ফ মোটরসাইকেল শোরুমের পাশেই ছিল রয়্যাল এনফিল্ডের শোরুম। কয়েক সেকেন্ডের মধ্যে ভেবে তার পরিকল্পনা বদলে যায় এবং সঙ্গে সঙ্গে ঢুকে পড়েন এনফিল্ডের শোরুমে। উক্ত সংবাদ সংস্থার রিপোর্ট থেকে জানা গিয়েছে, ওই শোরুমে তেমন ভিড় না থাকায় দ্রুত এক্সিকিউটিভের সঙ্গে কথা বলে নেন তিনি।
এক্সিকিউটিভের সঙ্গে কথাবার্তা বলে, সমস্ত তথ্য জমা দিতেই হাতে পেয়ে যান রয়্যাল এনফিল্ড হিমালয়ান 450-এর কাজা ব্রাউন ভ্যারিয়েন্ট। ওই গ্রাহক জানান, “আমার ভয় করছিল এই বাইকে আমার পা মাটি অবধি যাবে কিনা। কারণ আমার উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি। কিন্তু, আমি সহজেই পা রাখতে পারি।”
টেস্ট রাইডের সময় পিছনে একজন পিলিওন রাইডারকেও বসান তিনি। সিটি ট্রাফিকে প্রায় 20 মিনিট টেস্ট রাইড নেন তিনি। বাইকটি চড়ে তিনি অবাক হয়ে গেছিলেন বলেও জানান সেই ব্যক্তি। সবমিলিয়ে এক বাইক কিনতে গিয়ে অন্য একটি বাইক কিনে নেওয়ার ঘটনা খুব কম শোনা যায়।
রয়্যাল এনফিল্ড হিমালয়ানের দাম ও স্পেসিফিকেশন
নতুন রয়্যাল এনফিল্ড হিমালয়ান 450 এর দাম রয়েছে 2.85 লাখ টাকা (এক্স শোরুম)। মোটরসাইকেলে রয়েছে 452 সিসি লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ 40.2 পিএস শক্তি এবং 40 এনএম টর্ক উত্পন্ন করতে পারে। বাইকের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি 17 লিটার। সর্বোচ্চ গতি 140 কিমি প্রতি ঘণ্টা।
শুধু মার্কশিট থাকলেই বিশ্বের ৫টি দেশে সহজেই ওয়ার্ক ভিসা পাবেন
ব্রেকিং ফিচার্স রয়েছে দু চাকাতেই ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। টেক ফিচার্স রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, রাইডিং মোড, নেভিগেশন, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং USB চার্জিং পোর্ট। বাইকজুড়ে মিলবে LED লাইটিং। সিটের উচ্চতা রয়েছে 825 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 230 মিলিমিটার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।