বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ এর দুটি আলাদা ভেরিয়েন্ট রয়েছে। আটটি দুর্দান্ত রঙে লঞ্চ করা হয়েছে। ইতিমধ্যেই শোরুমে এসে গিয়েছে এই মডেল। রবিবার ভারতীয় বাজারে হান্টার ৩৫০ লঞ্চ করেছে। এক্স-শোরুম স্টার্টিং প্রাইস ১.৫০ লক্ষ টাকা। বাইকটির নিও-রেট্রো লুক বেশ আকর্ষণীয়।
রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ বর্তমানে রয়্যাল এনফিল্ডের সবচেয়ে কম দামের বাইকগুলির মধ্যে অন্যতম। ফলে দামের জন্য এতদিন যাঁরা রয়্যাল এনফিল্ড কিনতে গিয়ে পিছিয়ে এসেছেন, তাঁদের জন্য সুখবর।
রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ এরর হাই-স্পেক মেট্রো ড্যাপার ভেরিয়েন্টের দাম ১.৬৪ লক্ষ টাকা। টপ-এন্ড ভেরিয়েন্ট Metro Rebel-এর দাম ১.৬৮ লক্ষ টাকা (উল্লিখিত সমস্ত দামই এক্স-শোরুম)।
রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ এ একটি হ্যালোজেন সার্কুলার হেডল্যাম্প এবং একটি টুইন-পড ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আছে। একটি মোটরসাইকেল ট্রিপার নেভিগেশন সিস্টেমও রয়েছে৷ পিছনের চাকায় সিক্স-স্টেজ প্রি-লোড অ্যাডজাস্টেবল শক অ্যাবজর্বার রয়েছে। ভেরিয়েন্টের উপর নির্ভর করে, সিঙ্গেল-চ্যানেল ABS বা ডুয়াল-চ্যানেল ABS-এর অপশন রয়েছে।
হান্টার 350-তে সামনের চাকায় একটি ৩০০ mm ডিস্ক এবং পিছনে একটি ২৭০ mm ডিস্ক রয়েছে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০-এ ৩৪৯ cc এয়ার-অয়েল কুলড ইঞ্জিন রয়েছে। এটি ২০.২ bhp পিক পাওয়ার এবং ২৭ Nm পিক টর্ক জেনারেট করে। ফাইভ স্পিড গিয়ারবক্স রয়েছে। মোটরসাইকেলের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১১৪ কিমি বলে জানিয়েছে সংস্থা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।