কমমূল্যে বাজারে এলো রয়েল এনফিল্ড হান্টার ৩৫০

Royal Enfield Hunter 350

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অবশেষে লঞ্চ হল রয়েল এনফিল্ড হান্টার ৩৫০। ভারতে নতুন বাইকের দাম শুরু হচ্ছে ১.৫০ লাখ টাকা (এক্স শো-রুম) থেকে। Metro ও Retro ভেরিয়েন্টে এই মোটরসাইকেল লঞ্চ করেছে চেন্নাইয়ের কোম্পানিটি। Retro ভেরিয়েন্টের দাম ১.৫০ লাখ টাকা (এক্স শো-রুম)।

Royal Enfield Hunter 350

অন্যদিকে Metro Dapper ভেরিয়েন্ট কিনতে 1.64 লাখ টাকা (এক্স শো-রুম) ও Metro Rebel ভেরিয়েন্টে Hunter 350 কিনতে 1.69 লাখ টাকা (এক্স শো-রুম) খরচ হবে। বিগত কয়েক বছর ধরেই ভারতে একের পর এক নতুন মডেল লঞ্চের পরিকল্পনা করেছে Royal Enfield। সেই অনুযায়ী এই বাইক ভারতে আনল সংস্থাটি। এছাড়াও চলতি বছরে একাধিক মডেল লঞ্চের পরিকল্পনা রয়েছে রয়্যাল এনফিল্ডের। Shotgun 650, Classic 650, Super Meteor 650 সহ একগুচ্ছ নতুন মডেল শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। লঞ্চের পরেই রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ বুকিং শুরু হয়ে গিয়েছে।

নতুন 350 cc মডেলে বৃত্তাকার হেডল্যাম্প ব্যবহার হয়েছে। এছাড়াও বৃত্তাকার হেডল্যাম্প ও লম্বা একটি দিট দিয়েছে Royal Enfield। ডুয়াল টোন ফুয়েল ট্যাঙ্কের সঙ্গেই থাকছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। সব মডেলেই ইলেকট্রিক স্টার্ট থাকছে। এছাড়াও রয়েছে ট্রিপার নেচিগেশন সিস্টেম।

Retro ও Metro ভেরিয়েন্টে এই বাইল বিক্রি করবে রয়েল এনফিল্ড। 3টি রঙে এই বাইক ভারতে এসেছে। তবে 2টি রঙে পাওয়া যাবে Retro ভেরিয়েন্ট। ইতিমধ্যেই এই মোটরসাইকেল বুকিং শুরু হয়েছে। 10 অগাস্ট থেকে শুরু হবে টেস্ট রাইড।

রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ এ থাকছে 349 cc সিঙ্গেল সিলিন্ডার, ডুয়াল ভালভ, SOHC, এয়ার/অয়েল কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনে 6,100 rpm -এ সর্বোচ্চ 20.2 bhp শক্তি ও 4,000 rpm -এ 27 Nm টর্ক পাওয়া যাবে। Classic 350 ও Meteor 350 মডেলে যে ইঞ্জিন ব্যবহার হয়েছিল Hunter 350 -তেও একই ইঞ্জিন দেখা যাবে। এই মডেলে চ্যাসিসে কিছু পরিবর্তন করা হয়েছে। ফলে হুইলবেসের দৈর্ঘ্য কমেছে। শহরের রাস্তায় দ্রুত বাঁক নিতে সাহায্য করবে তুলনামূলক ছোট হুইলবেস।

রেকর্ড পরিমাণ দাম বাড়ল স্বর্ণের

নতুন বাইকে থাকছে 300 mm সিঙ্গেল ডিস্ক ব্রেক। পিছনের চাকায় 270 mm রোটর থাকছে। Hunter 350 -র সামনের চাকায় টেলিস্কোপিক ফর্ম ও পিছনের 6 স্টেপ প্রিলোডেড অ্যাডজাস্টেবল রিয়ার স্প্রিং ব্যবহার হয়েছে। 10 অগাস্ট থেকে এই বাইক টেস্ট রাইড শুরু হবে বলে জানিয়েছে রয়েল এনফিল্ড।