বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ববার বাইকের প্রতি ক্রেতাদের ক্রমবর্ধমান আকর্ষণ অনুপ্রাণিত করেছে প্রিমিয়াম টু হুইলারের প্রসিদ্ধ নির্মাতা রয়েল এনফিল্ডকে। তাই উক্ত সেগমেন্টে নিজেদের সম্ভার বাড়াতে মরিয়া ভারতীয় কোম্পানিটি।
প্রতিষ্ঠানটি বাজারে আনতে চলেছে রয়েল এনফিল্ড গোয়ান ক্ল্যাসিক ৩৫০। এবছর আসন্ন মোটোভার্স ২০২৪-এ উন্মোচিত হবে এই ববার বাইক। তার আগে মডেলটির টেস্টিং চলাকালীন দর্শন পাওয়া গেল। কী রয়েছে এই মোটরসাইকেলে?
ক্ল্যাসিক ৩৫০ এর ওপর ভিত্তি করে বাজারে আনা হচ্ছে গোয়ান ক্ল্যাসিক ৩৬০। পার্থক্য বলতে এতে শুধুমাত্র চালকের বসার ব্যবস্থা থাকছে। গোয়ান ক্লাসিক নামটি সম্ভবত গোয়ার কাস্টম-বাইক সংস্কৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবে, যেখানে বেশিরভাগ রয়েল এনফিল্ড বাইকগুলো কাস্টম ববারে পরিবর্তিত হয়েছিল। যাই হোক, এই বাইকে একটি অ্যাপ হ্যাঙ্গার হ্যান্ডেলবারের দেখা পাওয়া গিয়েছে। এছাড়া রয়েছে স্কুপ-আউট সিঙ্গেল সিট এবং হোয়াইট-ওয়াল টায়ার।
টেস্টিং মডেলের টায়ারে হোয়াইট ওয়ালের দেখা মিলেছে। এছাড়া উপস্থিত একটি লম্বা উইন্ডশিল্ড এবং একটি অতিরিক্ত পিলিয়ন সিট। আবার মেশিন অ্যালয় হুইলে ছুটতে দেখা গিয়েছে বাইকটিকে।
রয়েল এনফিল্ড গোয়ান ক্ল্যাসিক ৩৫০ মডেল এগিয়ে যেতে সহায়তা করবে রয়েল এনফিল্ডের জে-সিরিজ ৩৪৯ সিসি, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ২০.২ বিএইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন হবে। এই একই ইঞ্জিন ক্ল্যাসিক ৩৫০, মেটিয়র ৩৫০, হান্টার ৩৫০ এবং বুলেটেও ব্যবহার করা হয়েছে। মোটরের সঙ্গে থাকছে ৫-স্পিড গিয়ারবক্স।
রাতের অন্ধকার পথে দিনের মতো আলো দিতে এতে থাকছে এলইডি হেড লাইট। আশা করা হচ্ছে, স্ট্যান্ডার্ড ভার্সনের ইন্সট্রুমেন্ট কনসোলসহ হাজির হবে গোয়ান ক্ল্যাসিক ৩৫০। এছাড়া এতে সিঙ্গেল পড ইউনিট এবং ট্রিপার নেভিগেশনের দেখা মিলবে। যদি এই বাইক একাধিক ভ্যারিয়েন্টে অফার করা হয়, সেক্ষেত্রে – সিঙ্গেল এবং ডুয়েল চ্যানেল এবিএস আলাদাভাবে বেছে নেওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
রয়েল এনফিল্ড তাদের গোয়ান ক্ল্যাসিক ৩৫০ মডেলেও টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ডুয়েল রিয়ার শক অফার করবে। ব্রেকিংয়ের জন্য দুই চাকাতেই থাকছে ডিস ব্রেক। স্পোক হুইল ও রোড-বেসড টায়ারে দৌড়াবে বাইকটি। তবে এর বেস ভ্যারিয়েন্টের পেছনের চাকায় ড্রাম ব্রেকের দেখা মিলতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।