বাজারে আসছে Royal Enfield Meteor 350 এর নতুন ভার্সন, নতুন যা থাকছে

রয়েল এনফিল্ড

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ভারতের সবথেকে জনপ্রিয় কিছু বাইকের কোম্পানির মধ্যে একটি হলো রয়েল এনফিল্ড। এই কোম্পানির প্রত্যেকটি বাইক ভারতের সমস্ত বাইক রাইডারদের কাছে অত্যন্ত কাছের। সাধারণ রাস্তায় চলার জন্য বুলেট হোক, কিংবা পাহাড়ি রাস্তায় চলার জন্য হিমালায়ান, ভারতীয় বাইকের জগতে রয়েল এনফিল্ড এর জুড়ি মেলা ভার। তবে এবারে ভারতের গ্রাহকদের জন্য রয়েল এনফিল্ড কম্পানি তে নিয়ে আসতে চলেছে তাদের নতুন মিটিওর ৩৫০ মডেলের একটি বিশেষ লাইনআপ।

মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, কোম্পানি খুব শীঘ্রই এই লাইন আপের বাইক লঞ্চ করতে চলেছে। এই বাইকে আপনারা পেয়ে যাবেন সামনের দিকে ১৮ ইঞ্চি এবং পিছনের দিকে ১৭ ইঞ্চির অ্যালয় হুইল। এই বছর জুন অথবা জুলাই মাসে রয়েল এনফিল্ড কোম্পানিটি এই বাইক লঞ্চ করতে পারে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, এই নতুন মডেলটি তাদের আগের সমস্ত বাইকের থেকে অনেক বেশি আকর্ষণীয় হবে এবং তার সাথেই নতুন যুগের রাইডারদের জন্য অফার করবে বেশকিছু নতুন সুযোগ-সুবিধা।

আগের মডেলের বাইকের থেকে অনেক বেশি সোজা হ্যান্ডেল এবং অনেক বেশি আরামদায়ক সিট থাকতে চলেছে এই নতুন বাইকে। বাইক এক্সপার্টদের আশা, এই নতুন বাইকের আন্ডারপিনিং এবং এর ইঞ্জিন কেসের ওপরে স্পোর্টি ব্ল্যাক ট্রিটমেন্ট করতে পারে রয়াল এনফিল্ড। তাছাড়াও এই বাইকে আসতে চলেছে আরও নতুন নতুন রং এর বিকল্প। তবে নতুন কোনো বিশেষ পরিবর্তন আসবে বলে মনে হয় না। এই বাইক আপনারা পেয়ে যাবেন ফায়ারবল ব্লু এবং ফায়ারবল ম্যাট গ্রিন রঙে। টপ মডেলের সাথে এই ভাইকে একটি লাল রঙের অবসান উপলব্ধ করানো হবে।

উল্লেখযোগ্য বিষয়টি হলো, ২০২২ সালটি রয়েল এনফিল্ড কোম্পানির জন্য অত্যন্ত লাভদায়ক প্রমাণিত হতে পারে। এই বছর বেশ কিছু নতুন নতুন বাইক এই কোম্পানি লঞ্চ করতে পারে বলে মনে করছেন বাইক এক্সপার্টরা। তবে, রয়েল এনফিল্ড কোম্পানির মিটিওর রেঞ্জের বাইকের কিন্তু এর আগেও অনেকবার দাম বৃদ্ধি হয়েছে। যখন গত বছর নভেম্বর মাসে এই বাইক লঞ্চ করা হয়েছিল, সেই সময় এই বাইকের দাম রাখা হয়েছিল ১.৭৫ লক্ষ টাকা। তবে তারপর থেকে এই মোটরসাইকেলের দাম বারংবার পরিবর্তিত হয়ে এসেছে। বর্তমানে, এই মিটিওর বাইকের বেসিক মডেলের এক্স শোরুম দাম ২.০৫ লক্ষ টাকা। অন্যদিকে এই বাইকের টপ মডেলের দাম ২.২২ লক্ষ টাকা।

এই মুহূর্তে এই নতুন বাইকের সরাসরি তুলনা করা হচ্ছে হোন্ডা হাইনেস সিবি ৩৫০ সিরিজের বাইকের সঙ্গে। কোম্পানি একেবারে নতুন প্লাটফর্মে এই বাইক লঞ্চ করতে চলেছে। মিটিওর ৩৫০ বাইকে আপনারা পেয়ে যাবেন ৩৪৯ সিসি ক্ষমতা বিশিষ্ট সিঙ্গেল সিলিন্ডার এয়ার/অয়েল কুল্ড ইঞ্জিন। এই ইঞ্জিনটি ২০.২ পিএস শক্তি এবং ২৭ ন্যানোমিটার সর্বাধিক টর্ক জেনারেট করতে পারে। রয়েল এনফিল্ড মিটিওর ৩৫০ আছে একেবারে ক্লাসিক ক্রুজার স্টাইল ডিজাইন এবং একাধিক নতুন ফিচারের সঙ্গে। যদি আপনারা একটি বাইকে করে অনেকটা দূর ট্রাভেল করতে চান, তাহলে মিটিওর আপনার জন্য দুর্দান্ত অবসান হতে চলেছে। তার সাথে সাথে এই শহরের এলাকায় যদি প্রত্যেকদিন ব্যবহারের জন্য একটি বাইক কেনার ইচ্ছা থাকে তাহলে আপনি মিটিওর কিনতে পারেন। এই মুহূর্তে সারা দুনিয়ায় ৬০ টিরও বেশি দেশে মিটিওর ৩৫০ লঞ্চ করে দিয়েছে রয়েল এনফিল্ড। এই বাইকটি বিশ্বের প্রত্যেকটি দেশেই অত্যন্ত জনপ্রিয়।

সূত্র: bharatbarta

এই স্কুটারের দামে ২টি নতুন রয়্যাল এনফিল্ড বাইক নেয়া যাবে!, কী রয়েছে এটিতে?