বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : বিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড রয়েল এনফিল্ড। যার জন্ম ইংল্যান্ডে হলেও বিস্তার লাভ করেছে ভারতে। দেশটির এক নম্বর টু হুইলার ব্র্যান্ড এখন রয়েল এনফিল্ড। এই কোম্পানির বাইক কেনার স্বপ্ন অনেক তরুণের মনে।
ঐতিহ্যের সঙ্গে গুণমান, দুই ক্ষেত্রেই রয়্যাল এনফিল্ড যেন শেষ কথা। তবে এখন এই বাইকের যা দাম, তাতে অনেকের পক্ষেই স্বপ্ন পূরণ করা কঠিন হয়ে পড়ছে। যদিও কথায় আছে, শখের দাম লাখ টাকা।
বাইকপ্রেমীরা জানেন, রয়েল এনফিল্ড বছরের পর বছর ধরে তাদের বাইকের ফিচার আপডেট করছে। তাই মানুষের মধ্যে এর জনপ্রিয়তা অব্যাহত রয়েছে। ফিচার আপডেট হওয়ায় এই মোটরসাইকেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে।
রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ মডেলের দাম বর্তমানে ভারতে আড়াই লাখ টাকার কাছাকাছি। ফলে অনেকের এই বাইকের শখ থাকলেও কেনার মতো সাধ্য থাকছে না। বাংলাদেশে এই মডেলের দাম সাড়ে তিন লাখ টাকারও বেশি।
কিছুদিন আগে ১৯৮৬ সালে কেনা একটি রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ মডেলের একটি বিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। বাইকের গায়ে লেখা দাম দেখে সবাই অবাক। বিলে উল্লেখ করা হয়েছে, বাইকের অন-রোড মূল্য ছিল মাত্র ১৮ হাজার ৭০০ রুপি। বিলটির বয়স প্রায় ৩৮ বছর। এটা ভারতের ঝাড়খন্ডের সন্দীপ অটোর বুলেট ৩৫০ মডেলের ভাইরাল বিল।
১৯৮৬ সালে রয়েল এনফিল্ড বুলেটকে এনফিল্ড বুলেট বলা হত। তখন থেকেই এটি একটি নির্ভরযোগ্য মোটরসাইকেল হিসেবে বিবেচিত হয়। এটি রয়েল এনফিল্ড পোর্টফোলিওর সবচেয়ে পুরনো বাইক। বুলেট বর্তমানে দুটি ভেরিয়েন্টে পাওয়া যায় – বুলেট ৩৫০ এবং বুলেট ৩৫০ ইএস।
Realme Buds Wireless 5 ANC : নতুন নেকব্যান্ড, একসঙ্গে যুক্ত করা যাবে ২ ডিভাইসে
রয়েল এনফিল্ড দাবি করে ক্লাসিক ৩৫০ প্রায় ৩৫-৩৭ কিমি প্রতি লিটার পেট্রোলে মাইলেজ দেবে। তবে বাস্তবে অনেকের দাবি, এই বাইক থেকে ৩০-৩২ কিমি প্রতি লিটার পেট্রোল পাওয়া যেতে পারে। তবে মাইলেজ নিয়ে এই বাইকপ্রেমীরা কখনওই সেভাবে মাথা ঘামাননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।