বিনোদন ডেস্ক : এই মুহূর্তে ভারতের সবথেকে জনপ্রিয় বাইকের কোম্পানি হয়ে উঠেছে রয়েল এনফিল্ড। এই কোম্পানির প্রত্যেকটি বাইক এতটাই আকর্ষণীয় হয়ে থাকে, যে ৮ থেকে ৮০ সকলের কাছেই এই বাইক অত্যন্ত আকর্ষণীয়।
তবে এতদিন পর্যন্ত, শুধুমাত্র দামি বাইক তৈরি করলেও এবারে ১.৫০ লক্ষ টাকার মধ্যেই একটি নতুন বাইক নিয়ে আসতে চলেছে রয়েল এনফিল্ড। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, এই বাইকটি হতে চলেছে একেবারে নেক্সট জেনারেশন বুলেট। আর এই বাইকের জন্য ইতিমধ্যেই অধীর আগ্রহে অপেক্ষা করতে শুরু করেছেন ভারতের বাইক লাভাররা। এই মুহূর্তে দেশের সবথেকে জনপ্রিয় হেভি ডিউটি বাইক বুলেট। ওজনে যতই ভারী হোক না কেন, এই বাইকটির মোহে সকলেই আকৃষ্ট। তাই নতুন বুলেট বাইক যে নব প্রজন্মের মধ্যে আরো নতুন করে উন্মাদনা যোগাবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আগামী পরশুদিনই লঞ্চ হবে এই বাইক এবং সেই বাইকের জন্য এখন সকলের মধ্যে উন্মাদনার শেষ নেই
বাইকটির নাম রয়েল এনফিল্ড হান্টার ৩৫০। এই বাইকটি আদতে ৩৫০ সিসি সেগমেন্ট এর সব থেকে সস্তা বাইক। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই এই বাইকের নানারকম গুনগান ছড়িয়ে পড়েছে। এই বাইকের কিছু টেস্টিং এর ছবি সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগেই আপলোড হয়েছিল। এই সমস্ত ছবি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এবং হয়ে উঠেছে ভাইরাল। একটা লম্বা সময় পর্যন্ত এই বাইকে টেস্টিং করেছিল কোম্পানি। এই বাইক দেখতে অত্যন্ত দমদার এবং তার সাথেই থাকছে অত্যন্ত ভালো কিছু ফিচার।
হান্টার ৩৫০ বাইকে আপনারা ক্লাসিক এবং মিটিওর রেঞ্জের ৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন পেয়ে যেতে চলেছেন। এই ইঞ্জিনটি ১৯.৯ বিএইচপি পাওয়ার জেনারেট করতে পারে এবং ২৭ ন্যানোমিটার সর্বাধিক টর্ক জেনারেট করতে পারে। এই বাইকে আপনারা ৬ স্পীড গিয়ারবক্স পেয়ে যেতে চলেছেন। রয়েল এনফিল্ড অন্যান্য বাইকের থেকে অনেক বেশি পাওয়ারফুল এবং এই বাইক দুর্দান্ত সাউন্ড তৈরি করতে পারে। এই বাইকে আপনারা অনেকটা স্পোর্টি ডিজাইন পেয়ে যাবেন। কোম্পানি এই বাইকে ট্রিপল নেভিগেশনের সুবিধা দিয়েছে। তবে শুধুমাত্র বাইকের টপ ভেরিয়ান্টেই এই সুবিধা থাকবে।
এই বাইকটি হতে চলেছে মধ্যবিত্তের সবথেকে পছন্দের রয়েল এনফিল্ড বাইক। এই বাইকের দাম হবে ১ লক্ষ ৩০ হাজার টাকা। এই বাইকটি ওজনে অনেকটা হালকা এবং সাধারণ চেহারার মানুষেরাও এই বাইকটি ভালোভাবে চালাতে পারবেন। এই বাইকটির ফুয়েল ট্যাংক অনেকটা বাজাজ কাওয়াসাকি ক্যালেবারের মতো দেখতে। কিছু দুর্ধর্ষ ফিচারের সাথে রয়েল এনফিল্ড এই বাইকটিকে আর কিছুদিনের মধ্যেই মধ্যবিত্তদের জন্য উপলব্ধ করতে চলেছে। আশা করা হচ্ছে, সব থেকে সস্তা রেট্রো ডিজাইনের এই বুলেট বাইকটি মধ্যবিত্তের রয়াল এনফিল্ডের আশাকে পূরণ করতে পারবে যথেষ্ট দক্ষতার সাথে। এই বাইকটি ইয়ামাহা FZ25, সুজুকি জিক্সার এবং পালসার ২৫০ এর সঙ্গে মোকাবিলা করবে মার্কেটে। আগামী ৭ আগস্ট ভারতের বাজারে লঞ্চ হবে এই নতুন বাইক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।