ইলেকট্রিক বাইক প্রদর্শন করল রয়েল এনফিল্ড

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এই প্রথম ইলেকট্রিক বাইক প্রদর্শন করল রয়েল এনফিল্ড। কথা ছিল ৭ নভেম্বর থেকে ইতালির মিলানে শুরু হওয়া উদ্ভাবনী পণ্যের প্রদর্শনী ইআইসিএমএ ২০২৪ এর ইভেন্টে এই বাইক উন্মোচন করা হবে। প্রদর্শনীটি চলবে ১০ নভেম্বর পর্যন্ত। প্রদর্শনী শুরু হওয়ার আগেই প্রকাশ্যে এলো রয়েল এনফিল্ড ইলেকট্রিক। যাকে বলা হচ্ছে ‘ফ্লাইং ফ্লিয়া সি’ ইলেকট্রিক মোটরসাইকেল।

কোম্পানির এটাই প্রথম ইলেকট্রিক বাইক। যা নিয়ে ইতিমধ্যেই আলোচনা তুঙ্গে। রয়েল এনফিল্ডের প্রথম ইলেকট্রিক বাইক আর্বান লুকে হাজির হয়েছে।

রয়েল এনফিল্ড বলছে করছে, এই বাইক নিয়ে লং ট্যুরে যাওয়া যাবে না। তবে শহরের অলিগলিতেও এটা চালানোর জন্য উপযোগী। ফুল চার্জে বাইকটি ১৫০ রেঞ্জ দেবে। এতে ধারণা করা যাচ্ছে নিত্যদিনের যাতায়াতের জন্য আদর্শ বাইক হতে চলেছে রয়েল এনফিল্ড ইলেকট্রিক।

এই বাইকটি তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেমে। যা দেখতে অনেকটাই চিত্রাকর্ষক। এই বাইকে ব্যবহার করা হয়েছে ম্যাগনেসিয়াম ব্যাটারি কেসিং। যা ব্যাটারি ঠান্ডা রাখে এবং ওজন কমায়।

রয়েল এনফিল্ডের প্রথম ইলেকট্রিক বাইকে টিএফটি ডিসপ্লে ক্ল্যাস্টার দেওয়া হয়েছে। এতে বাইক চালানো সময় বিভিন্ন তথ্য প্রদর্শন করবে। এই ডিসপ্লে স্মার্টফোনের সঙ্গে স্মার্টফোন কানেক্ট করে ফোনের বিভিন্ন নোটিফিকেশন পাওয়া যাবে।

ফ্লাইং ফ্লিয়া ৬ নামের এই ইলেকট্রিক বাইকে অত্যাধুনিক সব সেফটি ফিচার যোগ করা হয়েছে। তবে এই বাইক কিনতে খানিকটা সময় অপেক্ষা করতে হবে। ২০২৬ সালের আগে এই বাইক সড়কে চলতে দেখা যাবে না।