বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান রয়েল এনফিল্ড নতুন বাইক আনল। মডেল রয়েল এনফিল্ড শটগান ৬৫০। নাম শুনেই বোঝা যাচ্ছে এতে থাকছে ৬৫০ সিসির শক্তিশালী ইঞ্জিন।
চলতি বছরের শুরুতেই এই বাইকে বাজারে আনার ইঙ্গিত দিয়েছিল রয়েল এনফিল্ড । প্রাথমিক পর্যায়ে ২৫ ইউনিট তৈরি হবে শটগানের। তাই কিনতে হলে বুকিং দিতে হবে। এরপর ড্রয়ের মাধ্যমে ২৫ জন ভাগ্যবান পাবেন এই মডেলের বাইক।
মোটরসাইকেলে দেখতে পাবেন ববার স্টাইলের লুক, যা সাধারণত জাওয়া মোটরসাইকেলে দেখা যায়। কালো ও নীল রংয়ের গ্রাফিক্স দেওয়া হয়েছে বাইকে। থাকছে গোল হেডল্যাম্প, সিঙ্গেল পিস সিট এবং বার-এন্ড মিরর। এছাড়াও ফুল এলইডি লাইটিং এবং ট্রিপার নেভিগেশনসহ সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে বাইকে।
এ তো গেল বাইকের ফিচার্স এবং ডিজাইন। এবার চলুন ইঞ্জিন সম্পর্কে জানা যাক। এই বাইকে থাকছে ৬৫০ সিসি এয়ার/অয়েল কুলড প্যারালাল টুইন ইঞ্জিন যা সর্বোচ্চ ৪৭ হর্সপাওয়ার এবং ৫২ এনএম টর্ক তৈরি করতে পারবে বলে মনে করা হচ্ছে। সঙ্গে ৬ স্পিড গিয়ারবক্স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।