বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Eicher Motors -এর এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন মিডিলওয়েট বিভাগে ইউরোপের ৭ শতাংশ, আমেরিকা মহাদেশে ৫ শতাংশ এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৭ শতাংশ মার্কেট শেয়ার ধরে রেখেছে কোম্পানি৷ বিদেশের বাজারে আরও জনপ্রিয়তার লক্ষ্যে শূন্য নির্গমন যানবাহন তৈরির কাজ শুরু করেছে। তিনি জানিয়েছেন ইতিমধ্যেই ইলেকট্রিক মোটরসাইকেল তৈরির কাজ শুরু হয়েছে।
চলতি আর্থিক বছর ১০০০ কোটি টাকা থেকে ১১০০ কোটি টাকা বিনিয়োগ করবে Royal Enfield ও VECV (Volvo Eicher Commercial Vehicles)। এর মধ্যে শুধুমাত্র Royal Enfield – এই ৫৫০ কোটি টাকা থেকে ৬০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। বাকি টাকা লগ্নি হবে VECV-তে। চেন্নাইয়ের সংস্থাটি ক্ষমতা, পণ্য এবং ভেরিয়েন্টের ভারসাম্য বজায় রাখতে অর্থ ব্যয় করবে।
Royal Enfield গত অর্থবছরে থাইল্যান্ড এবং কলম্বিয়াতে CKD (কমপ্লিট নকড ডাউন) কার্যক্রম শুরু করেছে। এর ফলে বিশ্ব বাজারে ১০৮ শতাংশের ব্যাপক বিক্রয় বৃদ্ধি দেখেছে কোম্পানিটি। Eicher Motors -এর এক শীর্ষ আধিকারিক সিদ্ধার্থ লাল জানিয়েছেন মিডিলওয়েট বিভাগে ইউরোপের ৭ শতাংশ, আমেরিকা মহাদেশে ৫ শতাংশ এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৭ শতাংশ মার্কেট শেয়ার ধরে রেখেছে কোম্পানি৷
বিদেশের বাজারে আরও জনপ্রিয়তা লক্ষ্যে শূন্য নির্গমন যানবাহন তৈরির কাজ শুরু করেছে।
তিনি জানিয়েছেন ইতিমধ্যেই ইলেকট্রিক মোটরসাইকেল তৈরির কাজ শুরু হয়েছে। এই মোটরসাইকেলগুলি প্রোডাক্ট সাইকেল “অনেক লম্বা” হবে।যদিও অদূর ভবিষ্যতে কোম্পানির ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চের সম্ভাবনা নেই। Royal Enfield -এর প্রথম ইলেকট্রিক লঞ্চ হতে এখনও অন্তত কয়েক বছর সময় লেগে যাবে। তবে ভারত ও অন্তর্জাতিক বাজারে লঞ্চের জন্য ইতিমধ্যেই একাধিক মোটরসাইকেলের পরীক্ষা শুরু করেছে চেন্নাইয়ের কোম্পানিটি।
চলতি মাসের শুরুতেই কোম্পানির সবথেকে সস্তা মোটরসাইকেল Classic 350-র দাম বাড়িয়েছে Royal Enfield। Classic 350-র দাম শুরু হচ্ছে ১.৯০ লাখ টাকা থেকে। আগে এই বাইকের বেস ভেরিয়েন্টের দাম ছিল ১.৮৭ লাখ টাকা। Redditch, Halcyon ও Signals ভেরিয়েন্টের দাম ২৮৪৬ টাকা করে বেড়েছে। অন্যদিকে ডার্ক ও ক্রোম ভেরিয়েন্টে এই বাইকের দাম বেড়েছে ১৮৪৬ টাকা। Chrome ভেরিয়েন্টে এই বাইক কিনতে এখন ২.২০ লাখ টাকা খরচ হবে। আগে এই ভেরিয়েন্টের দাম ছিল ২.১৮ লাখ টাকা।
এদিকে ২০২২ সালে এপ্রিলে Royal Enfield মোটরসাইকেলের বিক্রি বেড়েছে। Eicher Motors Ltd -এর তরফে জানানো হয়েছে ২০২২ সালের এপ্রিলে ২০২১ সালের তুলনায় বিক্রি বেড়েছে। তবে ২০২২ সালের মার্চের তুলনায় এপ্রিলে কোম্পানির বাইক বিক্রি উল্লেখযোগ্য ভাবে কমেছে। দেশের বাজারে ও রপ্তানির ক্ষেত্রে গত বছরের তুলনায় চলতি বছর এপ্রিলে কোম্পানির মোটরসাইকেল বিক্রি বেড়েছে।
২০২২ সালের এপ্রিলে মোট ৬২,১৫৫ টি মোটরসাইকেল বিক্রি করেছে RE। এর মধ্যে দেশের বাজারে বিক্রি হয়েছে ৫৩,৮৫২ টি মোটরসাইকেল। অন্যদিকে ৮,৩০৩ টি মোটরসাইকেল রপ্তানি করা হয়েছে। ২০২১ সালের এপ্রিলে মোট ৫৩,২৯৮ টি মোটরসাইকেল বিক্রি করেছিল। অর্থাৎ কোম্পানির মোটরসাইকেল বিক্রি গত বছরের তুলনায় প্রায় ১৬.৬২ শতাংশ বেড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।