বিনোদন ডেস্ক : তাহসানের বিয়ে নিয়ে একের পর এক ধোঁয়াশা সৃষ্টি হতে শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইতোমধ্যে জানা যায় রোজার বাবা ছিলেন একজন শীর্ষ সন্ত্রাসী, যাকে র্যাব গুলি করে মেরে ফেলেছে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে রোজা তার প্রেমিককে ধোঁকা দিয়েছেন তাহসানকে বিয়ে করার জন্য।
এর আগে তাহসান তার বিয়ে নিয়েও ধোঁয়াশা তৈরি করেছিলেন জনমনে।
একবার তিনি বলেছিলেন বিয়ে করেছেন, আবার পরবর্তীতে জানান বিয়ে এখনো হয়নি। তবে ইতোমধ্যেই তাহসান তাদের বিয়ের ছবি তার নিজের ফেসবুকে পোষ্ট করেছেন, যা ইতোমধ্যে ভাইরাল।
তারকা গায়কের দ্বিতীয় স্ত্রীর পুরনো প্রেম নিয়ে যখন নানা আলোচনা-সমালোচনা, ঠিক তখনই সংবাদমাধ্যম বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে এ ব্যাপারে খোলামেলা কথা বললেন রোজা আহমেদের সাবেক প্রেমিক। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, ২০১৬ সাল থেকে প্রেমের সম্পর্কে ছিলেন তারা।
রোজা আহমেদের সাবেক প্রেমিক বলেন, ‘কিছু ঘটে বলেই কিছু রটে। ২০১৬ সাল থেকে সম্পর্কের শুরু, গত ৯ বছর আমাদের সম্পর্ক ছিল। শনিবার পর্যন্তও বিষয়টি (বিয়ে) জানতাম না আমি। তিন মাস আগে ব্রেকআপ হয়েছে।
অথচ বিভিন্ন মাধ্যমে তারা বলছে―এক বছর ধরে তাদের সম্পর্ক চলছে। আমি জানি না আসলে এটা সত্য কতটুকু, মিথ্যা কতটুকু। কিন্তু আমাদের ব্রেকআপ হয়েছে তিন-সাড়ে তিন মাস হবে। এই ব্রেকআপের কারণও তাহসানই ছিল। যেটা সত্য সেটি আমি ঢাকতে পারব না মিথ্যা দিয়ে।’
নিজেকে রোজার সাবেক প্রেমিক দাবি করা যুবক সম্পর্কের গভীরতা নিয়ে বলেন, ‘এটা তো বলা বাহুল্য। ৯ বছরের একটি সম্পর্ক, এটা তো বলা যায় না। আমাদের চাইল্ডহুড প্রেম ছিল। চাইল্ডহুডের সেই প্রেম থেকে ওর (রোজা আহমেদ) ক্যারিয়ারে আজ এ পর্যন্ত আসা, আবার সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে, এখানেও আমার কন্ট্রিবিউশন ছিল। সব কিছু মিলিয়ে এটা তো বলা সম্ভব নয়।’
প্রতারণার শিকার হয়েছেন বলেও দাবি করেন এ যুবক। তবে সাবেক প্রেমিকার বিয়ে হওয়ায় তাতে একদমই ব্যথিত নয় বলেও জানান। তিনি বলেন, ‘আপনারা তো বিষয়টি এখন জানতে পেরেছেন, আমাদের তো ব্রেকআপের রিজনই ছিল এটা। আপনি যদি জানেন আপনার সঙ্গে প্রতারণা করা হয়েছে, আমি যখন হঠাৎ শুনতে পেয়েছি তখন ব্যথিত হয়েছি। তাদের নাকি এক বছরের রিলেশনশিপ। কিন্তু আমি কনফার্ম করতে পারি এটা ভুয়া। আমার কাছে সব প্রমাণ আছে যে, আমাদের হয়তো চার মাস হবে ব্রেকআপ হয়েছে।’
তিনি বলেন, ‘তারা দাবি করছে সে (রোজা আহমেদ) নিউ ইয়র্ক থেকে কসমেটিক্সের ওপর ডিগ্রি লাভ করেছে। আমি আপনাকে বলছি, নিউ ইয়র্কে ইউনিভার্সিটি আছে, কিন্তু সেখানে এই রিলেটেড কোনো সাবজেক্ট নেই। সে কিন্তু এইচএসসি (HSC) পাস। বাংলাদেশে এই পরীক্ষা দিয়ে ওই জায়গায় এমন সাবজেক্টে ভর্তি হওয়া সম্ভব নয়। সে এই মিথ্যা চালিয়ে যাচ্ছে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে তো এই সাবজেক্টই নেই।’
সাবেক প্রেমিক দাবি করা এ যুবক বলেন, ‘সে (রোজা আহমেদ) বিদেশ যাওয়ার সময় আমার কাছ থেকে ১৫ লাখ টাকার মতো নিয়েছে। সে টাকাগুলো তো আমি পাইনি, আমি জানি না সে টাকাগুলো ফেরত দেবে কি না। এ ছাড়া আর এগেও একটি সম্পর্কে ছিল। লাস্ট বয়ফ্রেন্ড আমিই ছিলাম। আমাদের ৯ বছরের একটা রিলেশন ছিল। এমনকি এক মাস আগেও সে আমাকে ফোন করে সব মিটমাট করে ফেলতে চেয়েছিল।’
খোঁজ নিয়ে জানা যায়, রোজার প্রেমিক পেশায় একজন ব্যবসায়ী। তিনি বর্তমানে রাজধানীর খিলক্ষেত এলাকায় বসবাস করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, রোজার সাথে ওই যুবকের গভীর প্রেমের সম্পর্ক ছিল। তারা একসাথে একই ছাদের নিচে অনেক দিন বসবাস করেছেন। তবে আমাদের বের করা তথ্যে প্রেমের সম্পর্কের সত্যতা পেলেও একই ছাদের নিচে বসবাস এ বিষয়ে কোনো যুক্তিযুক্ত তথ্য পাওয়া যায়নি।
এদিকে রোজার বাবা ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক ছিলেন একজন শীর্ষ সন্ত্রাসী। যুবলীগের সাথে তিনি জড়িত ছিলেন এবং পরবর্তীতে তিনি র্যাবের ক্রসফায়ারে মারা যান।
তবে এত কিছুর পরেও অনেক নেটিজেন তাহসান ও রোজাকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন। তারা বলছেন, একজন মেয়ের বাবার পরিচয়ে তাকে কখনো জাস্টিফাই করা উচিত নয়। এবং তার সাবেক প্রেমিককে নিয়ে বলছেন একজন মানুষের অতীত থাকতেই পারে সেটি তার একান্তই ব্যক্তিগত বিষয়। এই নবদম্পতির জন্য তারা জানাচ্ছেন অভিনন্দন ও শুভেচ্ছা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।