বিনোদন ডেস্ক : কয়েক দিন আগেই অভিনেত্রী রোজিনা অভিনীত একটি চলচ্চিত্র মুক্তি পায়। এই চলচ্চিত্রে রোজিনার লুক বিস্ময় তৈরি করেছে আরেক অভিনেত্রী অঞ্জনার মনে। শুধু অঞ্জনাই নন, সোশ্যাল হ্যান্ডেলে লুকটি শেয়ার করায় নেটিজেনরা নিজেদের মুগ্ধতা প্রকাশ করছেন।
রোজিনার লুক নিয়ে অঞ্জনা বলছেন, ‘ইস! ফিরে দেখা চলচ্চিত্রে কী অসাধারণ রোজিনার মেকআপ, গেটআপ ও অভিনয়।
চিরন্তন বাস্তব অনবদ্য এক অনন্য মহীয়সী বীরাঙ্গনা চরিত্রে কিংবদন্তি রোজিনা আবারও প্রমাণ করলেন। এ দেশে সিনিয়র অগ্রজকে নিয়েও সৃষ্টিশীল ব্যবসাসফল চলচ্চিত্র সম্ভব। স্যালুট প্রিয় বোন রোজিনা তোমাকে।’
অঞ্জনার সঙ্গে একাত্মতা প্রকাশ করে একজন লিখেছেন, ‘অসাধারণ দৃশ্য।
এটাই বাস্তব প্রবীণ, অভিজ্ঞতা এবং সব ক্ষেত্রে পারদর্শী ব্যক্তিদের শেখার আগে ওস্তাদ না হয়ে সম্মান করাটা সকলের উচিত। রোজিনা আপার জন্য শুভ কামনা। আমি ওনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রত্যাশা করি।’
আরেকজন বলছেন, ‘এ-ই লুকটা অসাধারণ সুন্দর হয়েছে।
একজন বীরাঙ্গনা নারীর মুখচ্ছবি দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সবাই শাকিবের লুক নিয়ে মাতামাতি করে লক্ষ লক্ষ টাকা খরচ করে ইন্ডিয়া থেকে মেকআপম্যান এসে কাজ করে, এগুলো দুঃখজনক।’
আরেকজন বলছেন, ‘আমি জানি রোজিনা ম্যাডাম তার প্রথম পরিচিত সিনেমাটি কেমন করেছেন। তবে উনি যাদের সাথে কাজ করে এই পর্যন্ত এসেছেন তাই কোনো সন্দেহ করতে হবে না আশা করি সিনেমাটি আন্তর্জাতিক পর্যন্ত যাবে।’
স্বামীর প্রাক্তন প্রেমিকার ছবিতে আলিয়া লিখলেন, ‘এটা কুকুরছানা আসন’
‘ফিরে দেখা’ সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনাও করেছেন রোজিনা। এ সিনেমা দিয়েই পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে তার। সরকারি অনুদানের এ সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। এতে আরো অভিনয় করেছেন অভিনেতা নিরব হোসেন ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।