আরআরআর এর প্রদর্শন বন্ধ, প্রেক্ষাগৃহে তাণ্ডব

আরআরআর

বিনোদন ডেস্ক : ভারতে শুরু হয়েছে ‘আরআরআর’ উন্মাদনা। আর তাতে আক্রান্ত হলো সিনেমা হল। সাকুল্যে দু’বার ছবির প্রদর্শন থেমেছে। কয়েক সেকেন্ডের জন্য রামচরণকে দেখতে পাননি দর্শক। আর তাতেই মাথায় রক্ত চড়ে গেল দর্শকদের। প্রথমে চিৎকার করে প্রতিবাদ, দ্বিতীয়বারে আর মুখে নয়, একেবারে শুরু হয়ে গেলো ভাঙচুর। ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন প্রেক্ষাগৃহের কাচের জানালা, দরজা। উপড়ে দিয়েছে পর্দার সামনের বেড়া। ভেঙেছে চেয়ার ও আসবাব।

আরআরআর

ঘটনাটা ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিজয়ওয়াড়াতে। সময়টা একেবারে মর্নিং শো, শুক্রবার (২৫ মার্চ)। পরিচালক রাজামৌলির ‘আরআরআর’ সবাই দেখছিলেন বুঁদ হয়ে। সকাল ৮টা ৪০ মিনিটে কয়েক সেকেন্ডের জন্য ছবি দেখানোয় বিভ্রাট হয়।তমুল হট্টগোল! জনতা খেপেছে বুঝেই তড়িঘড়ি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ফের প্রদর্শন শুরু। কিছুক্ষণ পর একই ঘটনার পুনরাবৃত্তি হলে আর রক্ষে হয়নি হলের। রীতিমতো তাণ্ডব চলেছে প্রেক্ষাগৃহে।

ঘটনার আকস্মিকতায় প্রথমে হতচকিত প্রেক্ষাগৃহের কর্ণধার। তারপর দ্রুত ব্যবস্থা নেন তিনি। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করে স্থানীয় প্রশাসন। ভারতীয় সংবাদমাধ্যমে হল কর্তৃপক্ষ দাবি করে, যারা এটা করেছে তারা মদ্যপ ছিল। প্রদর্শন আচমকা বন্ধ হয়ে গেলে নেশার ঝোঁকে তারাই হিংস্রতার আশ্রয় নিয়েছে।

এদিকে, ভারতে এক দিনে ১৫৬ কোটির ব্যবসা করেছে ‘আরআরআর’। বলিউডকে গোলের পর গোল দিয়ে বিশ্বব্যাপী ২৫৭ কোটি টাকা তুলেছে এই ছবি।

ভারতীয় সিনেমায় মুক্তির প্রথমদিনে বক্স অফিসে সর্বকালের সেরা পারফরম্যান্স এই ছবির। ঘটনাক্রমে রাজামৌলির আগের মুক্তিপ্রাপ্ত ‘বাহুবলি: দ্য কনক্লুশন’ সিনেমার প্রথমদিনের রেকর্ড ব্রেক করেছে এটি। সেটি প্রথমদিনে ২২৪ কোটির ব্যবসা করেছিল।

কোন কোন গাড়ি আছে রামচরণের গ্যারাজে

ছবিটিতে দক্ষিণী দুই সুপারস্টার জুনিয়র এনটিআর এবং রামচরণের যুগলবন্দি হয়েছেন। ‘আরআরআর’র মাধ্যমে প্রথমবার দক্ষিণী সিনে দুনিয়ায় পা রাখলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। আর এক বলিউড তারকা অজয় দেবগনকে এ ছবিতে অতিথি হিসেবে দেখা গেছে।