বিনোদন ডেস্ক : অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের বিভাগে পুরস্কৃত আরআরআর ছবির নাটু নাটু গান। সোশাল মিডিয়ায় জয় হিন্দ বলে জয়ধ্বনি পরিচালক রাজামৌলীর। ১৩ মার্চ ২০২৩, এই দিনটি দক্ষিণী পরিচালক এসএস রাজামৌলীর জীবনে এনে দিল এক অনন্য মাত্রা। টিম আরআরআর-এর হাত ধরে অস্কারের মঞ্চে জয়জয়কার এই ভারতীয় ছবির।
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা মৌলিক গান বিভাগে পুরস্কার জিতে ছিল রাজামৌলীর আরআরআর। এবার হলিউডের সর্বোচ্চ সম্মান অস্কার জয়ী আরআরআর ভারতীয় ছবির ইতিহাসে নজর গড়ল। প্রথম ভারতীয় প্রযোজনা সংস্থার ছবি হিসাবে অস্কারের মঞ্চে এই বিভাগে পুরস্কার পেল আরআরআর। জয়ে খুশি সেলিব্রশন করতে একটাই শব্দ লিখলেন পরিচালক, জয় হিন্দ।
১৩ মার্চ ২০২৩, এই দিনটি দক্ষিণী পরিচালক এসএস রাজামৌলীর জীবনে এনে দিল এক অনন্য মাত্রা। টিম আরআরআর-এর হাত ধরে অস্কারের মঞ্চে জয়জয়কার এই ভারতীয় ছবির। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা মৌলিক গান বিভাগে পুরস্কার জিতে ছিল রাজামৌলীর আরআরআর। এবার হলিউডের সর্বোচ্চ সম্মান অস্কার জয়ী আরআরআর ভারতীয় ছবির ইতিহাসে নজর গড়ল। প্রথম ভারতীয় প্রযোজনা সংস্থার ছবি হিসাবে অস্কারের মঞ্চে এই বিভাগে পুরস্কার পেল আরআরআর। জয়ে খুশি সেলিব্রশন করতে একটাই শব্দ লিখলেন পরিচালক, জয় হিন্দ।
আরআরআর-এর জয় ভারতের গর্ব। প্রতিটি ভারতবাসী পিরিয়ড ড্রামা আরআরআর-এর জয় সেলিব্রেট করছে। অস্কারের মঞ্চে আকআরআর-এর জয়ের পর টিমের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় সকল ভক্তদের ধন্যবাদ জানান হয়।
বিজয়ী বিশেষ পোস্টে লেখা হয়,”আমরা খুবই গর্বিত। আরআরআর ছবির নাটু নাটু গানের হাত ধরে প্রথম ভারতীয় ছবি হিসাবে সেরা মৌলিক গান বিভাগে সম্মানিত হল।
এই খুশির মুহূর্তকে জাহির করার মতো কোনও ভাষা খুঁজে পাচ্ছি না। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আরআরআর ছবির ভক্তদের এই পুরস্কার উৎসর্গ করলাম। সকলকে অনেক ধন্যবাদ। জয় হিন্দ।”
এসএস রাজামৌলীর সুপারহিট ছবি আরআরআর-এর অস্কার জয়ের প্রেক্ষিতে শুভেচ্ছাবার্তা পোস্ট করেছেন নরেন্দ্র মোদীও। প্রধানমন্ত্রীর টুইট, “অসাধারণ একটি ঘটনা!! বিশ্বজুড়ে নাটু নাটু গানের জনপ্রিয়তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।
এটি এমন একটি গান যা এক বছর পার করে ফেললেও জনপ্রিয়তা এতটুকু কমেনি। এমএম কিরভানিকে আমার তরফে অনেক শুভেচ্ছা।” মোদীর সংযোজন, “এই সিনেমার পুরো টিমকে আমার তরফে অনেক শুভেচ্ছা। অস্কার জিতে ভারত আজ গর্বিত।”
২০২২-এ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের মঞ্চে সেরা মৌলিক গানর বিভাগে পুরস্কার এসেছিল আরআরআর-এর ঝুলিতে। অস্কারের মঞ্চে এবার সেই একই বিভাগে সম্মানিত হল আরআরআর ছবির নাটু নাটু গানটি। রাজামৌলীর ছবির জোড়া সাফল্যে নিঃসন্দেহে বিনোদনের ডবল ডোজ। অস্কারের মঞ্চে স্ত্রীকে নিয়ে উপস্থিত হয়েছিলেন অভিনেতা রাম চরণ। অন্তঃসত্ত্বা স্ত্রীকে পাশে নিয়ে রাম বলেন, ‘যে আসছে সে লাকি চার্ম’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।