বিনোদন ডেস্ক: এস এস রাজামৌলির ‘পুস্পা: দা রাইজ’ ছবিটি মুক্তি পাওয়ার পর হিন্দি ডাব সংস্করণ বক্স অফিসে তেমন সফল হতে পারেনি। ‘বাহুবলী’র দুটি সুপার ব্লকবাস্টারের পর এসএস রাজামৌলি আনছেন ‘আরআরআর’ ছবি। আগামী ২৫ মার্চ মুক্তি পাচ্ছে এসএস রাজামৌলির পরবর্তী ছবি ‘আরআরআর’।
গত বছর ডিসেম্বরে ছবির তেলেগু সংস্করণকে ইউ/এ সার্টিফিকেট দিয়েছে সেন্সর বোর্ড। এর অর্থ, পরিবারের সঙ্গে বসে ছবিটি দেখা যাবে। কিন্তু ‘আরআরআর’-এর হিন্দি সংস্করণটির সেন্সর করেছে মুম্বাইয়ের বদলে হায়দরাবাদের অফিস।
জানা গেছে, ‘আরআরআর’ ছবিতে তেলেগু সংস্করণে রয়েছে তিনটি অডিও কাট। অশ্লীল শব্দের ওপর চলেছে সেন্সরের ডিজিটাল কাঁচি। ‘ইন্ডিয়ান’ শব্দটিও সরানো হয়েছে একটি বিশেষ সংলাপ থেকে।কিন্তু সেই তুলনায় হিন্দি ডাব করা সংস্করণে কাঁচি চলেনি।
কাটাকুটির ফলে ‘আরআরআর’-এর তেলেগু সংস্করণের দৈর্ঘ্য ছোট হয়েছে। প্রথমে ছবিটি ছিল ৩ ঘণ্টা ৬ মিনিট ৫৪ সেকেন্ডের। কাটাকাটির পর এসে দাঁড়িয়েছে ৩ ঘণ্টা ১ মিনিট ৫৩ সেকেন্ড। প্রায় ৫ মিনিট ছেঁটে ফেলা হয়েছে ছবি থেকে।
‘আরআরআর’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছরের ৭ জানুয়ারিতে। কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ের কারণে পিছিয়ে নতুন তারিখ হয় আগামী ২৫ মার্চ।
এ ছবিতে মেলবন্ধন ঘটেছে বলিউড ও দক্ষিণ ইন্ডাস্ট্রির। সিনেমাটিতে অভিনয় করেছেন দক্ষিণের সিনেমা জগতের দুই সুপারস্টার রামচরণ ও জুনিয়র এনটিআর। অন্যদিকে রয়েছেন বলিউডের আলিয়া ভাট ও অজয় দেবগণ। ছবি মুক্তির আগেই জানা গেছে ‘আরআরআর’-এর সেন্সর-কাহন।
যে ভয়ে দুই-দুইবার সাইফের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কারিনা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।