বিনোদন ডেস্ক : পেশাগত জীবনের শুরু অসমে হলেও পরবর্তীতে বলিউড এবং টলিউডেও গান করেছেন জুবিন। ‘গ্যাংস্টার’ ছবিতে তাঁর গাওয়া ‘ইয়া আলি’ এখনও চর্চার রসদ জোগায় শ্রোতাদের। এ ছাড়াও ‘চিরদিনই তুমি যে আমার’, ‘মন মানে না’ , ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘দু’জনে’র মতো একাধিক বাংলা ছবিতে গান গেয়েছেন তিনি।
বক্স অফিসে যখন দক্ষিণী ছবির রমরমা, ঠিক তখনই তীব্র আক্রমণ শানালেন গায়ক জুবিন গর্গ। বুধবার আসামে একটি অনুষ্ঠানের মঞ্চে অনুরাগীদের দক্ষিণের ছবি না দেখার উপদেশ দিয়েছেন তিনি।
জুবিন বলেন, হিন্দিতে ডাব করা ‘অর্থহীন’ দক্ষিণী ছবি না দেখে অসমিয়া ছবির প্রচার করা উচিত। এখানেই থেমে যাননি তিনি। তুলে আনেন ‘আরআরআর’, ‘কেজিএফ’-এর মতো ছবিগুলির প্রসঙ্গ। তাঁর মতে, এ ধরনের ছবিগুলির কোনও মানে নেই।
এক হাতে কি সত্যিই কোনও বাইককে ছুঁড়ে ফেলা সম্ভব? বা এক লাথিতে একটি আস্ত ট্রাককে উড়িয়ে দেওয়া কি যুক্তিসম্মত? শ্রোতাদের উদ্দেশে এ রকম একাধিক প্রশ্ন ছুঁড়ে দেন গায়ক। এর পরেই নিজের উত্তর দিয়ে বলেন, “না। এ সব কিছুই সম্ভব নয়। এগুলো ভুলভাল জিনিস।”
প্রসঙ্গত, এসএস রাজামৌলির ‘আরআরআর’-এ এক হাতে একটি আস্ত বাইক থামিয়ে দিতে দেখা গিয়েছে জুনিয়র এনটিআরকে। শুধু তাই নয়, এক হাতে সেই বাইক অবলীলায় তুলেও নেন তিনি। সুতরাং এ ধরনের কিছু দৃশ্যকে নিশানা করেই যে জুবিনের এই কটাক্ষ, তা আর বুঝতে বাকি থাকে না।
গায়কের বার্তা, “আপনাদের এই ডাব করা ছবিগুলি দেখা বন্ধ করে উচিত। অসমিয়া ছবি দেখা উচিত। আপনারা তো বোকা নন যে ওই সব দেখবেন।” জুবিন কথা দিয়েছেন, দর্শক দেখতে চাইলে ভালো ছবি তৈরির দায়িত্ব নেবেন তিনি।
২৪ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল পরিচালক এস এস রাজামৌলির ‘আরআরআর’। মুক্তির মাত্র দিন দুয়েকের মধ্যেই ঘরে তুলেছিল ১০০ কোটি। সারা বিশ্ব জুড়ে হাজার কোটিরও বেশি ব্যবসা করে ফেলেছে রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত এই ছবি।
পিছিয়ে নেই ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ও। মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যেই প্রায় ৭০০ কোটি টাকা আয় করে ফেলেছে এই ছবি। কয়েক দিনের মধ্যেই ‘আরআরআর’-এর সঙ্গেই হাজার কোটির ছবির তালিকায় জ্বলজ্বল করবে ‘কেজিএফ’-এর নাম। বলাই যায়, দক্ষিণী ছবিগুলির এমন সাফল্যের সময় জুবিন হাঁটলেন স্রোতের বিপরীতে।
পেশাগত জীবনের শুরু অসমে হলেও পরবর্তীতে বলিউড এবং টলিউডেও গান করেছেন জুবিন। ‘গ্যাংস্টার’ ছবিতে তাঁর গাওয়া ‘ইয়া আলি’ এখনও চর্চার রসদ জোগায় শ্রোতাদের। এ ছাড়াও ‘চিরদিনই তুমি যে আমার’, ‘মন মানে না’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘দু’জনে’র মতো একাধিক বাংলা ছবিতে গান গেয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।