বিনোদন ডেস্ক : জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিমের বাইক চুরি হয়েছে। সেই চুরির দায় পড়েছে আরেক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইয়ের ওপর। এমনই কিছু গুঞ্জন ও পোস্ট ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
রবিবার (৭ এপ্রিল) দুপুর থেকেই এমন গুঞ্জনের শুরু। যা নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা।
গুঞ্জনের শুরুটা করেছেন রাফসান দ্য ছোট ভাই নিজেই। দুপুর ১২টার দিকে ফেসবুকে পোস্ট দিয়ে তিনি লিখেন, আরএস ফাহিমের বাইক চুরি হয়ে গেছে!
সেখানে আরএস ফাহিম মন্তব্য করে বলেন, ‘চোর মার খাওয়ার আগেই বলে আমি ইউটিউবার।’ তবে বাইক কি সত্যি চুরি হয়েছে? হলেও কীভাবেই বা তা উদ্ধার হয়েছে, সে বিষয়ে কোনো মন্তব্য করেন নি তারা।
এদিকে ফাহিমের বাইক চুরি হওয়ার পোস্ট দিয়েছেন আরও কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর। অনির্বাণ কায়সার থেকে শুরু করে বিভিন্ন পেজেও এ তথ্য জানানো হয়েছে।
কেউ কেউ লিখেছেন, ফাহিমের বাইক চুরি করেছেন রাফসান নিজেই। এসব নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে নানা গুঞ্জন।
এসব পোস্টে অনেকেই কমেন্টস করে লিখেছেন, কে বাইক চুরি করেছে তাকে দ্রুত গ্রেফতার করা উচিত। আকাশ নামে একজন লিখেছেন, সত্যি কি চুরি হয়েছে? নাকি এটাও কোনো ক্যাম্পেইন? মুন্না নামে একজন লিখেছেন, ফাহিমের বাইক চুরির খবর রাফসান কেন দিলো?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।