দ্রৌপদী হিসাবে রুবিনা দিলাইকের পারফরম্যান্সে মুগ্ধ সবাই

রুবিনা দিলাইকের পারফরম্যান্স

বিনোদন ডেস্ক : সিনেমা, সিরিয়াল ও ওয়েব সিরিজের পাশাপাশি আজকাল দর্শকদের মনে ধরেছে বিভিন্ন ধরনের রিয়েলিটি শো। বেশ কিছুদিন আগেই শুরু হয়েছে নতুন রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’। কালারস টিভিতে সম্প্রচারিত হচ্ছে এই রিয়েলিটি শোয়ের দশম সিজনের এপিসোডগুলি।

রুবিনা দিলাইকের পারফরম্যান্স

এর বেশ কিছু ভিডিও আজকাল ইন্টারনেট দুনিয়াতে রাজ করছে। প্রতিযোগীদের অসম্ভব সুন্দর পারফরম্যান্স মন জয় করে নিচ্ছে সাধারণ মানুষের। এই রিয়েলিটি শোতে প্রথম থেকেই জনপ্রিয়তা পাচ্ছেন প্রতিযোগী রুবিনা দিলাইক।

যারা এই রিয়েলিটি শো প্রতিদিন দেখছেন তাঁরা অবশ্যই এই রুবিনা দিলাইককে চেনেন। তাঁর অসম্ভব সুন্দর কায়দায় নাচের পারফরম্যান্স রীতিমত হইচই ফেলে দিয়েছে ইন্টারনেট দুনিয়াতে। এবার তার মাঝেই কালারস টিভি এর পক্ষ থেকে দীপাবলি স্পেশাল এপিসোডের একটি প্রোমো প্রকাশ করা হয়েছে যা দেখে চক্ষু চড়কগাছ হয়েছে নেটিজেনদের। ওই ছোট্ট প্রোমো ভিডিওতে রুবিনার পারফরম্যান্স দেখে অবাক হয়ে গেছেন সকলেই।

দীপাবলি স্পেশাল এপিসোডে রুবিনা দিলাইক দ্রৌপদীর ভূমিকায় অভিনয় করে রক্ত গরম করা পারফরম্যান্স করেছেন। তাঁর এক্সপ্রেশন ও চাহনি মন জয় করেছে সকলের। এছাড়া দ্রৌপদী হিসাবে তার মেকআপ অবাক করেছে সকলকে।

আস্ত গরু রান্না ঝড় তুললো গ্রামের বৃদ্ধরা, তুমুল ভাইরাল ভিডিও

পারফরম্যান্সের মাঝে রুবিনা একটি শক্তিশালী ডায়লগ বলেন যা ট্রেন্ডিং চলছে ইন্টারনেট দুনিয়াতে। রুবিনা দ্রৌপদীর ভূমিকায় অভিনয় করছেন এবং বলছেন, ‘দুশাসন থেকে রক্ত দিয়ে ধুয়ে না দেওয়া পর্যন্ত তিনি চুল বাঁধবেন না।’ তাঁর ডায়লগ ডেলিভারি তাঁর লেডি বস নামের সার্থকতা বজায় রেখেছে।