জুমবাংলা ডেস্ক : ঢাকা জেলার ধামরাই বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত রুবেল পারভেজের বাড়িতে চলছে শোকের মাতম। মেধাবী এই তরুণ মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের বন্দ্যেকাউলজানী গ্রামের মৃত মোকাদ্দছ আলীর ছেলে।
রুবেল পারভেজ বর্তমানে মার্কেন্টাইল ব্যাংকের মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা শাখায় কর্মরত ছিলেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়। পরে বন্দ্যেকাউলজানী উচ্চ বিদ্যালয় মাঠে নামাজের জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে বাসের জন্য ধামরাইয় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন রুবেল। এসময় ‘সেলফি পরিবহনের’ একটি বাস অপর একটি বাসের সঙ্গে পাল্লা দিয়ে বাসস্ট্যান্ডে এসে দাঁড়িয়ে থাকা রুবেল পারভেজসহ অপর এক পথচারীর ওপর তুলে দেয়। এতে ঘটনাস্থলেই রুবেল পারভেজ ও হাসপাতালে অপর ব্যক্তির মৃত্যু হয়।
মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বন্দ্যেকাউলজানী গ্রামের বাসিন্দা মীর্জা শামীমা আক্তার শিফা বলেন, ‘মেধাবী রুবেল খুবই দরিদ্র পরিবার থেকে কষ্ট করে বিসিএস ৪১তম শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিল। সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু সংবাদ শুনে আমি হতবাক হয়ে পড়েছি। রুবেলে মৃত্যুতে শুধু তাঁর পরিবার নয়, আমাদের গ্রাম ও দেশের অনেক ক্ষতি হলো।‘
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।