আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী রুচি গুজ্জর। কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় হাঁটার সময় গলায় ভারতের প্রধানমন্ত্রীর ছবি ঝুলিয়ে নজর কাড়েন তিনি। এবার নতুন করে বিতর্কে জড়ালেন ২৭ বছর বয়সী এই অভিনেত্রী, প্রযোজক কর্ণ সিংহ চৌহান-এর বিরুদ্ধে বড়সড় অভিযোগ এনে।
রুচির অভিযোগ, কর্ণ তাঁর কাছ থেকে ২৫ লক্ষ টাকা নিয়েছেন ‘সালাং ভ্যালি’ নামে একটি ছবির প্রযোজনার জন্য। এমনকি কর্ণ একটি বিনোদন সংস্থার সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর করেছিলেন। কিন্তু টাকা নেওয়ার পরও তিনি কোনো কাজ শুরু করেননি। বিষয়টি নিয়ে রুচি গত ২৪ জুলাই মুম্বইয়ের ওশিয়াড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সূত্র জানায়, রুচি মুম্বইয়ের যোগেশ্বরী ওয়েস্টে কর্ণের সঙ্গেই বসবাস করতেন এবং তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই সম্পর্কের কারণেই কর্ণের পরবর্তী প্রজেক্টে অর্থ বিনিয়োগে আগ্রহী হন রুচি।
রুচির ভাষায়, “কর্ণ আমার সঙ্গে নয়না শেখ নামে এক মহিলার পরিচয় করিয়ে দেন। বলা হয়েছিল তিনি একটি বিনোদন সংস্থায় কাজ করেন এবং আমাদের প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করবেন। এই বিশ্বাসেই আমি টাকা দিতে রাজি হই।”
অভিনেত্রী দাবি করেন, এরপর কর্ণ বারবার চাপ দিতে থাকেন টাকা দেওয়ার জন্য। তিনি ছয় কিস্তিতে মোট ২৫ লক্ষ টাকা দেন। কিন্তু ছবি তৈরির কাজ আর শুরুই হয়নি। পরে নয়নার সঙ্গেও যোগাযোগ করেন রুচি, কিন্তু নয়না নাকি পুরো ঘটনা অস্বীকার করেন।
রুচি বলেন, “আমি জানতে চাইলে কর্ণ বলেন, টাকা অন্য একটি সিনেমায় খরচ করা হয়েছে এবং সেখানে আমার নাম থাকবে। কিন্তু সেটা ছিল পুরোপুরি প্রতারণা।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।