বিনোদন ডেস্ক : ‘বিনোদিনী-একটি নটীর উপাখ্যান’ সিনেমায় অভিনয় করছেন টালিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র। গত শনিবার রাতে শুটিং শেষে বাড়ি ফিরেছেন। পরদিন সকাল থেকেই জ্বরে আক্রান্ত এ অভিনেত্রী।
নিজের অসুস্থতার খবর জানিয়েছেন রুক্মিণী নিজেই। থার্মোমিটারের ছবি শেয়ার করেছেন তার সামাজিক যোগাযোগমাধ্যমে। জানা গেছে, রুক্মিণীর জ্বরের মাত্রা প্রবল। ১০২-১০৩ ডিগ্রির নিচে নামছেই না।
নতুন খবর হলো-জ্বরে রুক্মিনী একাই আক্রান্ত না, পুরো ‘বিনোদিনী’ টিমের একই অবস্থা। ফলে আপাতত বন্ধ রাখা হয়েছে সিনেমার শুটিং। ‘বিনোদিনী- একটি নটীর উপাখ্যান’ সিনেমাটি পরিচালনা করছেন রাম কমল মুখোপাধ্যায়।
সোমবার সকালে রুক্মিণীর সঙ্গে ছবি শেয়ার করে ইনস্টাগ্রাম পোস্টে সকলের দ্রুত আরোগ্য কামনা করেছেন এ নির্মাতা। লিখেছেন, ‘টিম বিনোদিনী একটি নটীর উপাখ্যান দ্রুত সুস্থ হয়ে ওঠো। তোমরা সবাই যোদ্ধা। খুব তাড়াতাড়ি সেরে উঠবে আমার বিশ্বাস!’
বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে রুক্মিণী বলেন, ‘পরশু রাতেও আমি দিব্যি শুটিং করে বাড়ি ফিরলাম। তারপর যে কী হল! আমার ভীষণ জ্বর। ১০৩-১০৪ পর্যন্ত টেম্পারেচার উঠে যাচ্ছে। এখনও ১০২ জ্বর। পরিচালকের গোটা টিম, আমার নিজস্ব স্টাইলিং টিম— কেউ বাদ নেই।’
‘বিনোদিনী-একটি নটীর উপাখ্যান’ সিনেমায় রুক্মিণী ছাড়াও অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, রাহুল বসু, মীর আফসার আলি প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।