রুক্মিণীর সঙ্গে সম্পর্কের গোপন কথা ফাঁস করলেন দেব

দেব ও রুক্মিণী

বিনোদন ডেস্ক : পূজা উপলক্ষে মুক্তি পেয়েছে টলিউড সুপারস্টার দেব অভিনীত ‘বাঘা যতীন’। দর্শকদের দারুণ সাড়াও পাচ্ছে এই সিনেমা। এখানে বাঘা যতীনের চরিত্রে রয়েছেন দেব। পরিচালনা করেছেন অরুণ রায় এবং প্রযোজনা করেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স।

দেব ও রুক্মিণী

দেবের এই সিনেমার সহ-প্রযোজক হলেন রুক্মিণী মৈত্র, অর্থাৎ দেবের প্রেমিকা এবং অভিনেত্রী। বহুদিন ধরে তারা সম্পর্কে রয়েছেন। সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে দেব তাদের সম্পর্কের রসায়নের বিষয়টি খোলসা করলেন।

নিজেদের সম্পর্ক নিয়ে কখনো লুকোছাপা করেননি দেব বা রুক্মিনী, বরং কাপল গোল সেট করেছেন বারবার। প্রকাশ্যে জাহির করেছেন ভালোবাসা। বুঝিয়ে দিয়েছেন তারা একে অন্যকে কতটা ভালোবাসেন।

কখনও দেবের জন্মদিনে তাক লাগানো আয়োজন করেছেন রুক্মিণী, কখনও আবার নীরবে পাশে থেকেছেন। উল্টোটাও ঘটেছে। কিন্তু তারা একে অন্যের গ্রোথে কতটা সাহায্য করলেন? এই প্রসঙ্গ উঠতেই একটি সাক্ষাৎকারে দেব জানালেন, ‘ও তো আমার ‘বাঘা যতীন’ সিনেমার সহ-প্রযোজক।’

দেব আরও বলেন, ‘রুক্মিণীর মধ্যে খুব স্টেবিলিটি আছে। যখন কাজের অনেক চাপ থাকে, স্ট্রেসে থাকি, তখন ও আমার শক্তি হয়ে পাশে থাকে। আমার মানসিক শক্তি ও। আসলে আমি কখনও ভাবিনি যে ও আসার পর আমার জীবনে কী কী বদল এসেছে, কিন্তু ও না থাকলে আমার জীবনে অনেক সমস্যা হবে এটা নিশ্চিত। আমি ওর উপর ভীষণ নির্ভরশীল।’

কিন্তু কী কী সমস্যা হবে? দবে বলেন, ‘এটাও কখনও ভাবিনি। আসলে কখনোই এটা ভাবার সুযোগ আসেনি। কারণ ও সবসময় আমার পাশে ছিল। আমি জানি আমি ওর উপর নির্ভরশীল, কিন্তু কীসের জন্য জানি না। এটাও এক ধরনের ভালোবাসা বলতে পারেন।’

সপ্তাহের কোন দিন নারীর ইচ্ছা তীব্রতর হয়

কিন্তু দেব আর রুক্মিণী কবে বিয়ে করবেন? এই প্রশ্ন উঠলে কখনোই তারা সদুত্তর দেননি। তবে জানিয়েছেন, এভাবেই ভালো আছেন। আজকাল অনেক বিয়ে ভেঙে যায়। তার থেকে এই ভালো আছেন তারা।