পাঁচটি ছবির সফল জুটি তাঁরা। ষষ্ঠ ছবিতে এসে প্রচণ্ড বেসুরো! এই প্রথম দেব অধিকারীকে প্রত্যাখ্যান করলেন রুক্মিণী মৈত্র। তাও আবার সবার সামনে! অথচ, পর্দার মতোই বাস্তবেও দুরন্ত রসায়ন তাঁদের। সদ্য মলদ্বীপ ঘুরে এলেন দু’জনে। তার পরেই নায়িকার এ হেন আচরণে স্বাভাবিক ভাবেই হতবাক নায়ক। শোনা যাচ্ছে, লোকলজ্জায় কুঁকড়ে গিয়ে ব্লেডে কব্জি কেটে নাকি আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিলেন দেব!
তার পর? তার পরের গল্পই পরতে পরতে ঠাসা দেব ভেঞ্চার্সের আগামী ছবি ‘কিশমিশ’-এ। সোমবারের বিকেল দেবপ্রেমীদের নামে উৎসর্গ করেছিলেন তারকা-সংসদ। কলকাতার একটি প্রথম সারির মলের মাল্টিপ্লেক্সে ঘুরেফিরে শোনা যাচ্ছিল একটাই ধ্বনি, ‘১, ২, ৩, ৪, দেবদা সুপারস্টার!’ সাড়ে পাঁচটায় পর্দার ‘রোহিণী সেন’ আর ‘টিনটিন’ হাজির। অনুরাগীদের উন্মাদনা বেড়ে দ্বিগুণ। সাদা পুলওভারে চনমনে দেব। পাশে স্লিভলেস ছোট পোশাক আর নর্থস্টার জুতোয় কলেজপড়ুয়া রুক্মিণী। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের প্রথম ছবিতে ফের তাঁরা জুটি। এ দিন ছিল প্রচার ঝলক মুক্তি।
দেবের ট্রেলার মানেই ছন্দে ছন্দে কথা। দেবের ছবির ঝলক মানেই কল্পনা আর বাস্তব মিলেমিশে একাকার কার্টুন স্কেচ আর তারকাখচিত দৃশ্যের কোলাজে। শুরুতেই পর্দাজুড়ে দেব-রুক্মিণী তুলিতে আঁকা ছবি। অভিনেতার কণ্ঠ বলছে, ‘‘ভালবাসা শব্দটা ঠিক কিশমিশের মতো। দেখতে খারাপ হলেও খেতে মিষ্টি।’’ তার পরেই বর্তমান আর অতীতের জাম্প কাট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।