সবেচেয়ে লম্বা মহিলার শিরোপা লাভ করলেন রুমেসা লাগি

তুর্কির বাসিন্দা রুমেসা লাগি

লাইফস্টাইল ডেস্ক : বিশ্বের সবেচেয়ে লম্বা মহিলার শিরোপা লাভ করলেন তুর্কির বাসিন্দা রুমেসা লাগি। ২০২৩ সালের গিনেস ওলার্ল্ড রেকর্ডের অধিকারী হয়েছেন তিনি। তুর্কির এ মহিলার উচ্চতা ৭ ফুট ৭ ইঞ্চি বা ২১৫ সেন্টিমিটার। ২৬ বছর বয়সী রুমেসা ২০২২ সালে একাধিক রেকর্ডের অধিকারি হয়েছিলেন। সেই সময়ও নাম উঠেছিল গিনেস বুকে।

তুর্কির বাসিন্দা রুমেসা লাগি

বিশ্বের সবচেয়ে বড় হাত, দীর্ঘতম আঙুল ও দীর্ঘ পিঠের অধিকারী হিসেবে তকমা দেওয়া হয়েছিল তাকে। এবার গড়লেন বিশ্বের সবেচেয়ে লম্বা মহিলার রেকর্ড।

তুর্কির বাসিন্দার অস্বাবিক উচ্চতার কারণ জানা গেছে। মাত্র চার মাস বয়সে ওয়েভার সিনড্রোম ধরা পড়েছিল রুমেসার। এ রোগ আক্রান্তদের শরীরের হাড় অস্বাভাবিক বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। এর ফলে বুদ্ধি হ্রাস পায় এবং সেই সঙ্গে শক্ত পেশী তৈরি হয়ে থাকে শরীরে।
ওয়েভার সিনড্রোম ধরা পড়ায় শরীরে আরো অস্বাভাবিক লক্ষণ দেখা গিয়েছিল ২৬ বছর বয়সী যুবতীর। মুখের বিকৃতির পাশাপাশি গলার স্বর কর্কশ হয়ে যায়। এরফলে ব্যক্তিগত জীবনে একাধিক বাধার সম্মুখীন হতে হয়েছিল তাকে।

রুমেসা জানিয়েছেন, যখন তার বয়স মাত্র ছয় বছর, সেই সময় উচ্চতা ছিল ৫ ফুট ৮ ইঞ্চি। একজন প্রাপ্তবয়স্কের মতো দেখতে লাগত তাকে। এজন্য একাধিকবার বিরূপ মন্তব্যও শুনতে হয়েছিল বলে তুর্কির একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।

ওয়াভার সিনড্রোমের প্রভাবে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে একাধিক রোগ বাসা বেঁধেছিল রুমেসার শরীরে। সম্মুখীন হতে হয় কঠিন চ্যালেঞ্জের। হার্টের রোগ ছাড়াও স্কোলিওসিসসহ একাধিক সমস্যা দেখা দেয় শরীরে। এজন্য মেরুদণ্ডের অস্ত্রোপচার করতে হয়েছিল। শারীরিক সমস্যার জন্য স্কুলে যেতে পারেননি তিনি। বাড়ি থেকেই পড়াশোনা চালিয়ে যেতে হয়েছিল তাকে।

শারীরিক অসুস্থতার জন্য ছোটবেলায় ছিল না কোনো বন্ধু। অন্যান্য শিশুদের সঙ্গে তাঁর শরীরের গড়ন আলাদা হওয়ার জন্যই এ সমস্যা তৈরি হয়েছিল বলে জানিয়েছেন। অস্বাভাবিক লম্বা হওয়ার জন্য চড়তে পারতেন না গাড়িতে। বাধ্য হয়ে ভ্যানে করে যাতায়াত করতে হত তাকে।

৪.৮৭ ক্যারেটের হীরাকে কাঁচের টুকরো ভেবে ভুল করলেন মার্কিন নাগরিক

তবে, জীবনে প্রথমবার বিমানে চড়ার অভিজ্ঞতা এখনও কিছুতেই ভুলতে পারছেন না বিশ্বের লম্বা তুর্কি মহিলা। গত বছর তুরস্ক থেকে সান ফ্রান্সিসকো যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেই সময় বিমানের ছয়টি আসন সরিয়ে তাকে যাওয়ার ব্যবস্থা করেছিল তুর্কি এয়ারলাইন্স। একটি স্ট্রেচারে করেই সান ফ্রান্সিসকো গিয়েছিলেন রুমেসা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।