সরকারি টাকায় কয়েক লাখ সাইবার যোদ্ধা তৈরির তথ্য গুজব: পলক

Polok-02

জুমবাংলা ডেস্ক : কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা আখেরুজ্জামান তাকিম। গত ১৮ জুলাই তিনি নিজের ফেসবুক আইডিতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে মেনশন করে একটি পোস্ট দেন। তাতে তিনি ‘প্রতিমন্ত্রী পলক বুয়েটসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিবির কর্মীদের ধরে এনে এক লাখ সাইবার যোদ্ধা তৈরি করেছেন’ বলে অভিযোগ তোলেন।

Polok-02

আখেরুজ্জামান তাকিম লেখেন, ‘জুনাইদ আহমেদ পলক ভাই, আজকে আপনাকে মোবাইল ডাটা অফ করে দিতে হয় কেন? কারণ আপনি বুয়েটসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিবির কর্মীদের ধরে নিয়ে এক লাখ সাইবার যোদ্ধা তৈরি করছেন। আপনার যোদ্ধারা আপনার বিপক্ষে অস্ত্র হাতে নিয়েছে। জয় বাংলা কনসার্টে জয় বাংলার গান হয় না, হয় নারায়ে তাকবির।’

জ্যেষ্ঠ সাংবাদিক জায়েদুল আহসান পিন্টু লিখেছেন, ‘এক লাখ সাইবার যোদ্ধা বানাবে আওয়ামী লীগ: ৩০ মে, ২০২১। শিরোনামটা ভুল ছিল। সাইবারের জায়গায় খাইবার পড়তে হবে।’

Polok

ছাত্রলীগ নেতা তাকিমের ওই পোস্ট অনেকে শেয়ার করেছেন। যারা শেয়ার করেছেন তাদের অধিকাংশই ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খোদ দলীয় নেতাকর্মীদের রোষের মুখে পড়েছেন জুনাইদ আহমেদ পলক।

ঘটনার এক সপ্তাহ পরও অনেকে সেই একই ধরনের তথ্য সংবলিত পোস্ট ফেসবুকে শেয়ার করছেন। তবে জুনাইদ আহমেদ পলকের দাবি, ‘এ তথ্য সঠিক নয়। পুরোপুরি মিথ্য ও গুজব।’

শনিবার (২৭ জুলাই) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এ নিয়ে পোস্ট দিয়েছেন তিনি। সেখানে আইসিটি প্রতিমন্ত্রী লিখেছেন, ‘ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রকল্পের আওতায় কয়েক লাখ সাইবার যোদ্ধা তৈরি করা হয়েছে’ এমন একটি মিথ্যা তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করা হচ্ছে।

পলক আরও লিখেছেন, ‘জাতীয় এই সংকটে রাজনৈতিক প্রতিহিংসাকে পরিহার করে দেশের সামগ্রিক উন্নয়ন, শান্তি, নিরাপত্তার জন্য আমাদের সবার দায়িত্বশীল আচরণ করা উচিত।’

যাচাই না করে ফেসবুকে কোনোকিছু শেয়ার করা যাবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী লেখেন, ‘ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে আমাদের সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে। সব ধরনের গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকতে হবে এবং অপপ্রচারকারীদের রুখতে হবে। সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে।’