এবার ছেলের বন্ধুর সঙ্গে মালাইকার প্রেমের গুঞ্জন

বিনোদন ডেস্ক : আরবাজ খানের সঙ্গে দীর্ঘ ২০ বছরের দাম্পত্যে ইতি টেনে বেশ খানিক ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা অরোরা। কয়েক বছর সম্পর্কে থাকার পর এখন তাদের পথও আলাদা। অর্জুনের সঙ্গে সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন বলিউডের মুন্নি নিজেই। কিন্তু, সেসব এখন অতীত।

সম্প্রতি এক মিস্ট্রি ম্যানের সঙ্গে নাম জড়িয়েছে মালাইকা অরোরার। কখনও তাদের দেখা যাচ্ছে একসঙ্গে ছুটি কাটাতে, আবার কখনও পার্টি করতেও দেখা যাচ্ছে দুজনকে। এরপরই মালাইকার জীবনে নতুন প্রেমের বসন্ত নিয়ে চর্চা শুরু।

অনেকের ধারণা এই রহস্যময় ব্যক্তি রাহুল বিজয়। আর তার সঙ্গেই নতুন সম্পর্কে জড়িয়েছেন মালাইকা। জানা গেছে, রাহুল বিজয় মালাইকার ছেলে আরহানের স্টাইলিস্ট।

এই গুঞ্জনের মাঝে মুখ খুললেন অভিনেত্রীর কাছের বন্ধু। ‘হিন্দুস্তান টাইমস’-কে দেওয়া সাক্ষাৎকারে এই গুঞ্জন নস্যাৎ করে বলেন, ‘মালাইকা এখন সিঙ্গেল। বর্তমানে তিনি ভালো আছেন। নিজের জীবনটা উপভোগ করছেন। মালাইকার জীবনে এখন কেউ নেই। তাই কিছু বলার আগে সত্যিটা যাচাই করে নিন।’

ছেলের সূত্রে মালাইকার সঙ্গেও রাহুলের ভালো সম্পর্ক। এই ধরনের রটনা সম্পূর্ণ ভিত্তিহীন বলেও জানান তিনি।

উল্লেখ্য, অর্জুনের সঙ্গে বিচ্ছেদ বা নতুন সম্পর্কের সমীকরণ নিয়ে চর্চার মাঝে মুখে কুলুপ মালাইকার। মালাইকার সঙ্গে রাহুল বিজয়ের নাম জড়াল কীভাবে, তা নিয়েও প্রশ্ন!

প্রসঙ্গত, এপি ধিলোর কনসার্টে মালাইকার সঙ্গে রাহুল বিজয় একটি ছবি পোস্ট করেছিলেন। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাদের সেই সেলফি মোমেন্ট। তারপরই প্রেমের ফিসফাস।