মেসির বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জন

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কিংবদন্তি অধিনায়ক লিওনেল মেসির বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জন রটেছে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম দিরেতো দো মিওলোই সম্প্রতি মেসির বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ করেছে।

সেই খবর প্রকাশিত হওয়ার পর এখন মেসির পরিবারে সংকট নিয়েও শোনা যাচ্ছে নানা গুঞ্জন। এর মধ্যে মেসির বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে কথা বলেছেন তার কাছের বন্ধু সাবেক স্প্যানিশ তারকা সেস্ক ফ্যাব্রিগাসের স্ত্রী দানিয়েলা সিম্যান।

দানিয়েলা লিখেছেন, ‘এটা কেমন খবর, যার কোনো মানে নেই। এর কোনো কিছুই ঠিক নেই।’

সম্প্রতি দিরেতো দো মিওলো জানিয়েছে, মেসি আর্জেন্টাইন সাংবাদিক সোফিয়া মার্তিনেজের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। যার ফলে স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে মেসির বিয়ে এখন ভাঙার পথে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, আর্জেন্টিনাতেও রোকুজ্জোর বাইরে অন্য নারীর সঙ্গে মেসি বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে।