রানের খাতাই খুলতে পারেননি এই ৬ জন

রানের খাতা

স্পোর্টস ডেস্ক : সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৩৬৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ২৪ রানে ৫ উইকেট হারানোর পর মুশফিকুর রহিম ও লিটন দাসই বাংলাদেশকে নিয়ে গেছেন এই সংগ্রহে। বাংলাদেশের ৬ জন ‘ডাক’ মারলেও মুশফিক-লিটন হাঁকিয়েছেন বড় শতক।

রানের খাতা

১৭৫ রানের মহাকাব্যিক ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন মুশফিক।

৩৫৫ বলের এই ইনিংসে ‘মিস্টার ডিপেন্ডেবল’ হাঁকিয়েছেন ২১টি চার। ২৪৬ বলে ১৪১ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন লিটন দাস। ষষ্ঠ উইকেটে দুজনে গড়েছেন ২৭২ রানের জুটি।
মাহমুদুল হাসান জয়, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, খালেদ আহমেদ ও এবাদত হোসেন কোনো রানই করতে পারেননি। তবে রান না করতে পারলেও শেষ উইকেট জুটিতে ২০ বল খেলে মুশফিককে দারুণ সঙ্গ দিয়েছেন এবাদত। তাঁর দূভাগ্যজনক রানআউটের মধ্যে দিয়ে ভাঙে ১৬ রানের শেষ উইকেট জুটি।

বাংলাদেশের ইনিংসের পর ব্যাটিংয়ে নেমেছে লঙ্কানরা। ব্যাট হাতে শুরুটা দুর্দান্ত হয়েছে তাদের। প্রতিবেদন লেখার সময় সফরকারীদের সংগ্রহ বিনা উইকেটে ৭১ রান। ওশাদা ফর্নান্ডো ৪৩ ও অধিনায়ক দিমুথ করুণারত্নে ২৭ রানে ব্যাট করছেন।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে যা খাবেন