ইউটিউব চ্যানেল খুললেন খ্যাতিমান কণ্ঠশিল্পী রুনা লায়লা

runa

বিনোদন ডেস্ক : ইউটিউব চ্যানেল খুলেছেন উপমহাদেশের খ্যাতিমান কণ্ঠশিল্পী রুনা লায়লা। আজ (১৭ নভেম্বর) জন্মদিনে ভক্তদের জানালেন সেখবর। এখন থেকে ওই চ্যানেলে নিয়মিত তাকে পাওয়া যাবে। শোনা যাবে তার নানান অভিজ্ঞতা ও গান।

runa

জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য একটি চমকের কথা বলেছিলেন কণ্ঠশিল্পী রুনা লায়লা। সেই চমক হচ্ছে তার ইউটিউব চ্যানেল। জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, ‘সবাই আমার জন্মদিনে অনেক উপহার দেন। শুভেচ্ছা ও ভালোবাসা জানান। সেই সঙ্গে আপনাদের দোয়া-আশীর্বাদ — এসব তো থাকেই। আজ আমি চিন্তা করছি আমার এই জন্মদিনে আপনাদের একটা উপহার দেব।’

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরব রুনা লায়লা। তিনি জানিয়েছেন, সুদীর্ঘ ৬০ বছরের সংগীতজীবনের বিভিন্ন অভিজ্ঞতা এই চ্যানেলের মাধ্যমে তিনি শেয়ার করবেন তার অনুরাগীদের সঙ্গে। সেই সঙ্গে থাকবে গানও। তার ইউটিউব চ্যানেলটি সাবসক্রাইব, লাইক ও শেয়ার করার অনুরোধ জানিয়েছেন এই শিল্পী। রুনা লায়লা বলেন, ‘আমার সংগীতজীবনের ৬০ বছরের ক্যারিয়ারে যা কিছু করেছি এবং আগামীতে কী করতে চাই, সেসব কথা সবার সঙ্গে ভাগাভাগি করতে চাচ্ছি। নতুন এই যাত্রায় প্রত্যেককে পাশে চাইছি। বরাবরের মতো আপনাদের ভালোবাসা যেন আমার সঙ্গে থাকে। সবার জন্য শুভ কামনা জানাচ্ছি।’ জানা গেছে, শিগগিরই টিকটকেও সরব হবেন তিনি।

১৯৬৫ সালে মাত্র ১২ বছর বয়সে উর্দু ভাষার সিনেমা ‘জুগনু’তে রুনা গেয়েছিলেন ‘গুড়িয়া সি মুন্নি মেরি’ গানটি। পাকিস্তান রেডিওর ট্রান্সক্রিপশন সার্ভিসে তার গাওয়া প্রথম বাংলা গান ছিল দেবু ভট্টাচার্যের সুরে ‘নোটন নোটন পায়রাগুলো’ আর ‘আমি নদীর মতো পথ ঘুরে’। সেই থেকে হলো শুরু, তারপর ক্যারিয়ারে শুরুই এগিয়ে গেছেন তিনি। হয়ে উঠেছেন খ্যাতিমান। দীর্ঘ সংগীতজীবনে রুনা লায়লা বেতার, টেলিভিশন, মঞ্চ ও সিনেমায় গান গেয়ে বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন।