জাতীয় প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ–২০২৫ এ রানারআপ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী নয়ন অধিকারীকে সংবর্ধনা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা পেয়ে নয়ন অধিকারী বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং সদস্য সচিব শুভ ভাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের ভালোবাসা ও সম্মান পাওয়া আমার জন্য অনেক গর্বের। এত বড় ইভেন্টে রানারআপ হয়ে দাঁড়াতে পারা আমার জন্য আনন্দের। আপনাদের উৎসাহ আমাকে সবসময় শক্তি জোগাবে। আশা করি, আপনারা পাশে থাকবেন।”
কুবি ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “জাতীয় প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ–২০২৫ এর ‘এসইউ-৫’ ক্যাটাগরিতে রানারআপ হয়ে নয়ন অধিকারী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি করেছে। তার এ অর্জনে আমরা গর্বিত। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও নয়নের মতো নিজ নিজ ক্ষেত্রে সফলতা অর্জন করুক—এই প্রত্যাশা করি। কুবি ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে।”
Xiaomi 15 Ultra: শাওমির ২০০ মেগাপিক্সেল ক্যামেরার সেরা ফ্ল্যাগশিপ!
এ সময় কুবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত বলেন, “নয়ন তার শারীরিক প্রতিবন্ধকতা জয় করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছে। নয়ন আমাদের সম্পদ। শুধুমাত্র তাকে অনুপ্রেরণা দেওয়ার জন্যই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আমরা আশা করি, নয়ন এবং তার মতো খেলাপ্রেমী শিক্ষার্থীরা ভবিষ্যতেও কুবির সুনাম বৃদ্ধি করবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।