চলন্ত বাইকে কেরামতি দেখাতে গিয়ে যা ঘটলো যুবকের সঙ্গে

চলন্ত বাইকে

জুমবাংলা ডেস্ক : সময়ের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কত ধরনের ভিডিও না দেখতে পাওয়া যায়। দিন দিন স্মার্টফোন, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহার বৃদ্ধি পাওয়ার ফলে সোশ্যাল মিডিয়া জুড়ে রমরমা বাজার তৈরি হয়েছে ভিডিও ক্রিয়েটরদের। এই সকল ভিডিওগুলি রীতিমত নজর কাড়ছে সোশ্যাল মিডিয়ার দর্শকদের।

চলন্ত বাইকে

ঠিক সেই রকমই সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে, এক যুবক বাইকে বসে কেরামতি দেখাচ্ছেন। প্রেমের জন্য মেয়েদের ইমপ্রেস করার ক্ষেত্রে এমন কাণ্ড বহু সময় ঘটাতে দেখা যায় যুবকদের। তারা মেয়েদের ইমপ্রেস করার জন্য বিভিন্ন সময় নানান কান্ড ঘটিয়ে থাকেন। তবে এই যুবককে এমন কাণ্ড দেখানোর সময় দাঁত কেলিয়ে পড়তে হলো তাকে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি মোটর বাইককে দুজন চেপে যাচ্ছেন এবং তাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন বেশ কিছু মহিলা। এদের মধ্যে থেকেই পিছনে বসে থাকা যুবক ওই সকল মহিলাদের দেখে কেরামতি দেখানোর জন্য প্রস্তুত নেন। তখনই তিনি নিজেকে সামলাতে না পেরে দাঁত কেলিয়ে পিছন দিকে পড়ে যান।

VIRAL VIDEO : Bike Stunt Goes Wrong 😱 - Falls Down In front Of College Girls - Karaikudi Alagappa

ভিডিওতে যে যুবক মোটরবাইকের পিছনে বসে ছিলেন তিনি তার সামনে একদল মহিলাদের দেখে কেরামতি দেখানোর জন্য পিছনের সিটে দাঁড়ানোর চেষ্টা করেন। সেই সময় দেখা যায় পিছনের সিটে দাঁড়ানোর ঠিক আগের মুহূর্তেই নিজেকে সামলাতে না পেয়ে উল্টে পড়ে যায় ওই যুবক। সম্ভবত যে মহিলাদের সামনে ওই যুবক এমন কেরামতি দেখাতে গিয়েছিলেন তারা কলেজ পড়ুয়া।

‘দৃশ্যম’ ছবির অজয় দেবগনের সেই ছোট মেয়েটি আজ কত বড় হয়ে গেছে দেখুন ছবি

উল্লেখযোগ্য বিষয় হল এইভাবে কেরামতি দেখানোর সময় ওই যুবক সিট থেকে উল্টে পড়ে গেলেও যিনি বাইক চালাচ্ছিলেন তিনি কিন্তু তার বাইক থামাননি। হয়তো সে লজ্জায় পড়ে নিজের বাইক থামাননি। ভিডিও ক্লিপটি ছোট হলেও রীতিমতো হাস্যকর ভিডিও হিসেবেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।