রূপের জাদুতে বলিউড নায়িকাদেরও হার মানাবে মিঠুনকন্যা দিশানী

মিঠুনকন্যা দিশানী

বিনোদনে ডেস্ক : টলিউড থেকে বলিউড, একের পর এক সুপারহিট ছবি দিয়ে সারা দেশের মন জয় করেছেন বাংলার ছেলে মিঠুন চক্রবর্তী। অসাধারন অভিনয় দক্ষতার কারনে ‘মহাগুরু’ নামেও পরিচিতি পেয়েছেন মিঠুন চক্রবর্তী।

মিঠুনকন্যা দিশানী

মিঠুন চক্রবর্তী একসময় কলকাতা থেকে মুম্বাই এর মতন শহরে গিয়ে নিজের পরিচিতি স্থাপন করেছিলেন, হয়ে উঠেছিলেন স্বপ্ননগরীর ডিস্কো ড্যান্সার, বিয়ে করেছিলেন অভিনেত্রী যোগিতা বালানকে, যোগিতা সাথে অভিনেতার তিন পুত্র সন্তান, মিমোহ চক্রবর্তী রিমোহ চক্রবর্তী, নামসী চক্রবর্তী, এবং এক কন্যা দিশানী চক্রবর্তী। তবে জানা যায় অভিনেতা দিশানীকে দত্তক নিয়েছিলেন।

দিশানীকে কলকাতার পরিত্যক্ত এক জায়গা থেকে তুলে নিয়ে তাকে মেয়ে হিসাবে দত্তক নিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তিন ভাইয়ের পর একমাত্র মেয়ে হওয়ায় স্বাভাবিক ভাবেই খুব আদরের দিশানী।

তিনি এখন নিউ ইয়র্কের ফিল্ম অ্যাকাডেমিতে পড়াশুনা করছেন, ভবিষ্যতে তিনি বাবার মতোই অভিনয় জগতে কাজ করতে চান। ইতিমধ্যে নামে বাবা মিঠুন চক্রবর্তীর পরিচালনায় হোলি স্মোক নামের একটি ছবির দ্বারা ২০১৭ সালে দিশানী নিজের ডেবিউ করেছেন। এরপরও তাকে বহু শর্ট ফিল্ম এ কাজ করতে দেখা গেছে।