বিনোদন ডেস্ক : বলিউড ও গ্ল্যামার ওয়ার্ল্ডের জনপ্রিয় তারকাদের ফ্যানডম যে বিশাল, তা বলার অপেক্ষা রাখে না। অনুরাগীরা নিজের প্রিয় তারকার অভিনয় নিয়ে যেমন জানেন, ঠিক তেমনই তাঁদের ব্যাক্তিগত জীবন নিয়ে জানার ইচ্ছার অন্ত নেই।
তাই তো জনপ্রিয় তারকাদের পরিবারের অন্যান্য সদস্যও মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে এসে। শুধু যে অভিনেতা অভিনেত্রী এমন নয়, চর্চায় থাকেন বিভিন্ন শিল্পীরাও। আর এর মাঝেই এমন এমন তথ্য সামনে আসে যা জানতে পারলে আপনারাও অবাক হয়ে যেতে পারেন।
সঙ্গীত জগতে ব্যাপক জনপ্রিয়তা আছে আশা ভোঁসলের। তার গাওয়া প্রত্যেকটা গান মনে দাগ কেটেছে সঙ্গীতপ্রেমীদের। মনের মণিকোঠায় সকলে যত্ন করে তুলে রেখেছে তাঁর গানের প্রত্যেকটি কথা ও সুর। তবে আজকের এই প্রতিবেদন তাঁকে নিয়ে নয়, বরং এখানে বলা হবে আশাজির নাতনী জনাই ভোঁসলেকে নিয়ে। আশা ভোঁসলের ছেলে আনন্দ ও অনুজার মেয়ে এই জনাই ভোঁসলে। সে যেমন গানে পারদর্শী, ঠিক তেমন অভিনয়ও মন্দ করেন না।
জনাই ভোঁসলে বর্তমানে একজন সঙ্গীতশিল্পী, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার। এছাড়াও নৃত্যশিল্পেও সমান পারদর্শী তিনি। ২০১৬ সালে বার্মিংহোমে একটি ডান্স রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন তিনি। পরে ২০১৭ সালে তিনি অ্যাপেল অথরাইজ স্টোর খোলেন তিনি। এরপর আবার ওই বছরই একটি সমকামী ব্যান্ডের জন্য গান রেকর্ড করেন তিনি।
জনাইকে দেখতে অত্যন্ত সুন্দরী এবং তিনি যেকোনো বলি অভিনেত্রীকে সৌন্দর্যের নিরিখে টেক্কা দিতে পারেন। মাঝে মাঝেই তিনি নিজের সোশ্যাল মিডিয়াতে ছবি বা ভিডিও পোস্ট করেন যা চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.