জুমবাংলা ডেস্ক : রূপালী ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফাসহ মূলধন ফেরত পাওয়া। ২০২৫ সালে রূপালী ব্যাংকের এফডিআর বা ফিক্সড ডিপোজিটে মুনাফার হার কিছুটা বেড়েছে।
রূপালী ব্যাংকের এই আকর্ষণীয় সঞ্চয় প্রকল্পটি গ্রাহকরা চাইলে ৩ মাস, ৬ মাস, ১ বছর, ২ বছর এবং সর্বোচ্চ ৩ বছরের মেয়াদে চালু করতে পারবেন। বর্তমানে ব্যাংকটি ফিক্সড ডিপোজিটে সর্বনিম্ন ৮.৫০% থেকে সর্বোচ্চ ৯% পর্যন্ত মুনাফা প্রদান করছে। অর্থাৎ ২০২৫ সালে রূপালী ব্যাংকের এফডিআর-এর সর্বোচ্চ মুনাফার হার ৯%।
এই ফিক্সড ডিপোজিট একাউন্টটি গ্রাহক চাইলে রূপালী ব্যাংকের যেকোনো শাখায় একক বা যৌথ নামে খুলতে পারবেন। গ্রাহকের চাহিদা অনুযায়ী অটো রিনিউয়াল সুবিধা ছাড়াও মেয়াদ পূর্তির পূর্বেই টাকা উত্তোলনের সুযোগ রয়েছে। এছাড়াও, বিপদকালীন সময়ে জমাকৃত টাকার বিপরীতে লোন সুবিধাও দেয় ব্যাংকটি।
২০২৫ সালে রূপালী ব্যাংকের ফিক্সড ডিপোজিটে ১ লক্ষ টাকায় সম্ভাব্য মুনাফা (ট্যাক্স কর্তনের পূর্বে)
- ৩ মাস মেয়াদে: ২,১২৫ টাকা
- ৬ মাস মেয়াদে: ৪,৩৭৫ টাকা
- ১ বছর মেয়াদে: ৯,০০০ টাকা
১০ লক্ষ টাকা বিনিয়োগে সম্ভাব্য মুনাফা (ট্যাক্স কর্তনের পূর্বে)
- ৩ মাস মেয়াদে: ২১,২৫০ টাকা
- ৬ মাস মেয়াদে: ৪৩,৭৫০ টাকা
- ১ বছর মেয়াদে: ৯০,০০০ টাকা
দ্রষ্টব্য: মেয়াদ পূর্তির পর প্রাপ্ত মুনাফা থেকে সরকারের নির্ধারিত আয়কর (Tax) ও আবগারী শুল্ক কেটে রাখা হবে।
এফডিআর একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি (পরিচিত ব্যক্তির মাধ্যমে সত্যায়িত)
- মনোনীত ব্যক্তির NID/পাসপোর্ট/জন্ম নিবন্ধনের ফটোকপি
- মনোনীত ব্যক্তির পাসপোর্ট সাইজের ১ কপি ছবি
- যদি থাকে, TIN সার্টিফিকেট
- প্রাতিষ্ঠানিক একাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স
রূপালী ব্যাংকের এই স্থায়ী আমানত স্কিমটি মধ্যম ও দীর্ঘমেয়াদি সঞ্চয়ের জন্য একটি নিরাপদ এবং লাভজনক মাধ্যম হতে পারে। যারা নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠানে টাকার নিরাপদ সঞ্চয় খুঁজছেন, তাদের জন্য এফডিআর হতে পারে এক চমৎকার বিকল্প।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.