কঠিন দু:সময়ে পাকিস্তান, ২০০ রুপি=১ ডলার!

পাকিস্তানি রূপি

আন্তর্জাতিক ডেস্ক: সোমবারেও আগুন ছিল পাকিস্তানের ডলারের বাজারে। এ দিন এক মার্কিন ডলার কিনতে পাকিস্তানীদের গুণতে হয়েছে ২০০ রুপি।

রবিবার পাকিস্তানের আন্ত:ব্যাংক বাজারে ডলার বিক্রি হয়েছিল ১৯৮.১৪ রুপিতে। সোমবার হুট করেই আরও দুই রুপি বাড়ে ডলারের দাম।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন বলছে, সোমবার ডলার ২০০.২৫ থেকে ২০০.৪০ রুপি পর্যন্ত বিক্রি হয়েছে।
জ্বালানি তেলের দাম পরিশোধ করতে গিয়ে রুপির বাজার দর আরও কমছে বলে মনে করছেন পাকিস্তানের অর্থ বাজার সংশ্লিষ্টরা।
পাকিস্তানি রূপি
অনেকে আবার অভিযোগ করছেন, ব্যাংকগুলোর জালিয়াতিতে এমন লাগাম ছাড়া হচ্ছে ডলারের দাম।

আগেই ভঙ্গুর থাকা পাকিস্তানের অর্থনীতি সাম্প্রতিক রাজনৈতিক সঙ্কটের কারণে আরও অস্থির হয়ে উঠছে। বিদেশি বিল শোধ করতেই হিমশিম খাচ্ছে শাহবাজ শরীফের নেতৃত্বাধীন বর্তমান সরকার।

সূত্র: ডন

গরু মোটাতাজাকরণের আগে খাদ্য প্রদানের নিয়ম জেনে নিন