রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাজ শুরু করেছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল পৌনে ১২টার দিকে রূপনগরের শিয়ালবাড়ি এলাকার কসমিক ফার্মা নামের একটি কেমিক্যাল গোডাউন ও পাশের পোশাক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। তবে বিকেল সোয়া ৫টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
প্রচণ্ড ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো ভবনের ভেতরে ঢুকতে পারছেন না। তারা নিরাপদ দূরত্ব থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। এছাড়া দগ্ধ তিনজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেন মো. সুরুজ (৩০), মো. মামুন (৩৫) ও সোহেল।
ফায়ার সার্ভিসের অপারেশন ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম জানান, কেমিক্যাল গোডাউনে কী ধরনের রাসায়নিক মজুত ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতি সীমিত রাখার চেষ্টা চলছে বলে তিনি জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।