ঝিনাইদহের কালীগঞ্জে চলন্ত যাত্রীবাহী ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মোবারকগঞ্জ রেল স্টেশনের কাছে চিলাহাটি-খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করলে ট্রেনের জানালার কাঁচ ভেঙে যায়। এ ঘটনায় ৪ কিশোরকে হাতেনাতে আটক করেছে রেল কর্তৃপক্ষ ও স্থানীয়রা।

শনিবার (১৭ জানুয়ারি) বিকাল ৫টার পরে ট্রেনটি মোবারকগঞ্জ স্টেশনের নিকট পৌঁছালে বাইরে থেকে এলোপাতাড়ি পাথর নিক্ষেপ করা হয়। এতে ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী চিৎকার শুরু করলে বিষয়টি ট্রেনের দায়িত্বরত কর্মীদের নজরে আসে।
তাৎক্ষণিকভাবে ট্রেন থামিয়ে অভিযান চালিয়ে শাকিব হোসেন, ফয়সাল আহম্মেদ, নিকুঞ্জ ও তানভির হাসান নামের ৪ কিশোরকে আটক করা হয়। তারা সবাই কালীগঞ্জ শহরের বাসিন্দা বলে জানা গেছে।
মোবারকগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার শাহজাহান শেখ জানান, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ একটি গুরুতর অপরাধ। আটক কিশোরদের ট্রেনে থাকা জিআরপি (রেলওয়ে পুলিশ) সদস্যরা খুলনা রেল স্টেশনে নিয়ে গেছেন।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


