রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালো ইসরায়েল। ‘অ্যাডলফ হিটলার ইহুদি রক্তের ছিলেন’ বলে লাভরভের এমন মন্তব্যে ক্ষমা চাইতে বলেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ। ইসরায়েলে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করে এ বক্তব্যের ব্যাখ্যাও চাওয়া হয়েছে।
ইউক্রেনকে নব্য নাৎসি বলে আখ্যায়িত করে তাদের নির্মূল করার কথা বলেছেন রাশিয়ার নেতারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও ইহুদি। ইতালিয় এক টিভি অনুষ্ঠানে রোববার লাভরভের কাছে জানতে চাওয়া হয়, ইহুদি প্রেসিডেন্টের দেশ ইউক্রেনকে কীভাবে রাশিয়া নাৎসিমুক্ত করবে? জবাবে লাভরভ বলেন, ‘জেলেনস্কি ইহুদি তাতে কী হয়েছে? এর মানে এই নয় যে ইউক্রেনে নাৎসি উপাদান নেই। আমি মনে করি, হিটলারও ইহুদি রক্তের ছিলেন।’
লাভরভের বক্তব্যের জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত বলেন, ‘এই মিথ্যাচার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোকে আড়াল করে। ইহুদিদের ওপরই উল্টো দায় চাপানোর নামান্তর।’ সূত্র : বিবিসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।