আন্তর্জাতিক ডেস্ক : রুশ নৌবাহিনীর কৃষ্ণসাগর বহরের নেতৃত্বে থাকা যুদ্ধজাহাজ মস্কভা ডুবে যাওয়ার ঘটনা নিয়ে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশ রক্ষায় সাহসের সঙ্গে লড়াইকারী ইউক্রেনীয়দের প্রশংসা করেছেন তিনি।
রুশ হামলার ৫০তম দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট যারা রাশিয়ার সীমাহীন সেনাবহর থামিয়ে দিয়েছে, যারা দোনবাসে অবিচল আক্রমণ পরাস্ত করেছে, যারা বীরোচিতভাবে মারিউপোল রক্ষা করেছে, যারা দেখিয়েছে রুশ নৌবহর অভেদ্য নয়; তাদের প্রশংসা করেন।
জেলেনস্কি কৃষ্ণসাগরে ডুবে যাওয়া রুশ যুদ্ধজাহাজ মস্কোভার উদাহরণ টেনে বলেন, ‘কিন্তু তারা (রুশ বাহিনী) জানত না, ইউক্রেনীয়রা কতটা সাহসী, আমরা স্বাধীনতাকে কতটা মূল্য দিই।’
মস্কভা গতকাল বৃহস্পতিবার ডুবে যায়। আগের দিন বুধবার আগুন থেকে বিস্ফোরণে যুদ্ধজাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, ক্ষতিগ্রস্ত যুদ্ধজাহাজটিকে টেনে বন্দরের দিকে নেওয়া হচ্ছিল। এ সময় সমুদ্রের ঝোড়ো আবহাওয়ার মধ্যে যুদ্ধজাহাজটি ডুবে যায়। কিয়েভের দাবি, তারা রুশ যুদ্ধজাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। মস্কভাডুবির ঘটনা কৃষ্ণসাগরে রাশিয়ার নৌশক্তির জন্য একটি বড় ধাক্কা বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।